মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বৃহত্তর কক্সবাজার অঞ্চল সাইক্লোন ‘ফণি’র সম্ভাব্য আঘাত হানা থেকে শতভাগ শংকামুক্ত হয়েছে। তবে শনিবার দিবাগত রাত হতে কক্সবাজার অঞ্চলে পরবর্তী ৪৮ ঘন্টা পর্যন্ত থেমে থেমে হালকা দমকা হাওয়া ও মাঝারী বৃষ্টিপাত হতে পারে। সাইক্লোন ‘ফণি’ অনেক দুর্বল হয়ে বৃহত্তর খুলনা, যশোর, সাতক্ষীরা অঞ্চল অতিক্রম করে ফরিদপুর, ঢাকা অন্ঞ্চলের উপর দিয়ে শনিবার বেলা দেড়টার দিকে অতিক্রম করতে পারে। শনিবার ৪ মে দুপুর ১২ টার সর্বশেষ আবহাওয়া পর্যালোচনা করে আবহাওয়া সদর দপ্তরের বরাত দিয়ে কক্সবাজার আবহাওয়া অফিসের দায়িত্বশীল সুত্র সিবিএন-কে এ তথ্য নিশ্চিত করেছে। সু্ত্র জানিয়েছে-৪ নম্বর হুশিয়ারী সংকেত রোববার পর্যন্ত অব্যাহত থাকবে। সাগর উত্তাল থাকায় মাছধরার সবধরনের নৌযান ও যাত্রীবাহী নৌযানকে পরবর্তী নির্দেশ নাদেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আশ্রয়কেন্দ্রে উঠা উপকূলীয় এলাকার লোকজনকে শনিবার রাত পর্যন্ত আশ্রয়কেন্দ্রে থাকতে বলা হয়েছে। রোববার পর্যন্ত উপকূলীয় এলাকায় সামুদ্রিক জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৪ ফুট থেকে ৫ ফুট উচ্চতা পর্যন্ত বৃদ্ধি পেয়ে জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে সুত্রটি জানিয়েছে।