আতিকুর রহমান মানিক :

কক্সবাজারে রাতভর অভিযানে ১০ হাজার মিটার নিষিদ্ধ চরজাল জব্দ করা হয়েছে। শহর সংলগ্ন বঙ্গোপসাগর, সোনাদিয়া চ্যানেল ও বাঁকখালী নদী মোহনায় বৃহস্পতিবার দিবাগত রাতে  মৎস্য অধিদপ্তরীয় বিশেষ টীম এ অভিযান পরিচালনা করেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ডঃ মঈন উদ্দীন আহমদ জানান, চলমান মা ইলিশ রক্ষা কার্যক্রমের অংশ হিসাবে  বৃহস্পতিবার রাত ১০ টা থেকে সাগরে নিয়মিত টহল ও অভিযান শুরু হয়। এরপর শুক্রবার ভোররাত তিনটার সময় সোনাদিয়া ও খুরুশকুল উপকূল সংলগ্ন সাগরে পাতা অবস্হায় আনুমানিক ১০ হাজার মিটার নিষিদ্ধ চরজাল জব্দ করা হয়। তবে অভিযুক্ত জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা ডঃ মোঃ আবদুল আলীম।কোষ্টগার্ড কক্সবাজার স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ ফজলুর রহমানের নেতৃত্বাধীন কোস্টগার্ড ফোর্স অভিযানে সহায়তা করেন।