বিশেষ সংবাদদাতা :

কক্সবাজার শহরের বহু চাঞ্চল্যকর ঘটনার মুল হোতা আমির খান অবশেষে গ্রেপ্তার হয়েছে। ৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় কক্সবাজার বাসটার্মিনাল থেকে সদর মডেল থানার এসআই আবুল কালাম ও রাজিব তাকে গ্রেপ্তার করে। শীর্ষ সন্ত্রাসী আমির খানের বিরুদ্ধে কক্সবাজার মডেল থানায় ডজন খানিক মামলা রয়েছে। আটককৃত সন্ত্রাসী বন বিভাগ সংলগ্ন চৌধুরীপাড়ার বশরত করিমের ছেলে শীর্ষ সন্ত্রাসী আমির খান। এই সন্ত্রাসী প্রতিনিয়ত খুন, ডাকাতি, মাদকদ্রব্য, ইয়াবা, অস্ত্রশস্ত্র, ছিনতাইসহ নানা অপরাধ কর্মকান্ড তার নিয়ন্ত্রনে পরিচালনা করত। এছাড়া স্কুল সবসময় ছাত্রীদের ইভটিজিং করত করার অভিযোগও রয়েছে। সন্ত্রাসী আমির খানের নিজস্ব একটি গ্রুপ রয়েছে। তার অধীনে কিছু কিশোর অপরাধী শক্তিপ্রদর্শন করে ছিনতাই, মেয়েদের ইভটিজিং, ইয়াবা পাচার, অস্ত্রশস্ত্রের আদান প্রদান করে। যারা এই অপকর্মে লিপ্ত আছে বলে জানা যায়, একই এলাকার আশু আলী, সরোয়ার, মিন্টু, শাহিন, ইমু, হৃদয়, মামুনসহ আরো অনেকেই রয়েছে। বর্তমানে এই কিশোর অপরাধীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সন্ত্রাসী আমির খান হলেন এই কিশোর অপরাধীদের ডন এবং অপরাধ জগতের প্রতি আসক্তের মুল হোতা। শীর্ষ সন্ত্রাসী আমির খানের সহযোগী হিসেবে উল্লেখিত কিশোররা অপরাধ জগতের ডন হতে যাচ্ছে। কিশোর অপরাধীরা শিশু আইনের ফাঁকি দিয়ে ছাড়া পাচ্ছে যার কারণে বিভিন্ন অপরাধী কাজ করে যাচ্ছে। শীর্ষ সন্ত্রাসী আমির খানের খপ্পড়ে পড়ে বহু ছাত্রের জীবন নষ্ট হয়েছে। অনেকে মাদকাসক্ত, কেউ কেউ বনে গেছে ছিনতাইকারী, ডাকাত দলের সদস্য হিসেবে চিহ্নিত সন্ত্রাসীদের নামের তালিকায় নিজেদের নাম লেখান।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন আটককৃত আমির খানকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে অনেক অজানা কাহিনী বের হয়ে আসবে।