সংবাদ বিজ্ঞপ্তি ॥

ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সায়মুন সংসদ ১৯৮৭ সালে প্রতিষ্ঠা হয়ে ১৯৯৬ সালে সমাজসেবা কর্তৃক নিবন্ধিত হয়। ৩ দশক ধরে সমাজের আর্ত মানবতার জন্য কাজ করে আজ ৩০ বছরে উপনীত হয়েছে। যে সংগঠনের ৫টি পরিষদ সহ ১১টি শাখা রয়েছে ও আরো বিভিন্ন শাখা, ওয়ার্ড, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। গত ১ অক্টোবর’১৭ সায়মুন সংসদের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভায় ইঞ্জিনিয়ার ইমরুল শাহেদকে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন শিক্ষক প্রশিক্ষণের জন্য অস্ট্রেলিয়া গমণ করার কারণে আগামী ২/১ বছরের জন্য বা তিনি পূণরায় ফিরে না আসা পর্যন্ত বর্তমান সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ইমরুল শাহেদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়। এতে সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আবছার সিকদারের সভাপতিত্বে উপস্থিত সকলেই সম্মতি জ্ঞাপন করেন।

ইমরুল শাহেদের সংক্ষিপ্ত জীবনী: সায়মুন সংসদের জুনিয়র ব্যাচ (বর্তমান-এদল)’র মাধ্যমে শুরু করা ১৯৯৬ সাল থেকে ২১ বছর সাংগঠনিক বিভিন্ন দায়িত্বে থেকে সামাজিক সেবামূলক কাজের দায়বদ্ধতা থেকে কাজ করছে নীরবে এবং অপ্রকাশ্যে। সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমাধারী হিসেবে ৭ বছর ধরে কর্ম জীবনে ম্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের এসিসট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করছে চট্টগ্রামে এবং একই সাথে উচ্চ শিক্ষার জন্য অনবরত পাঠরত আছে। যদিও সাহিত্যিকা সরকারী প্রাথমিক বিদালয়ের পাঠ শেষে কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ২০০২ সালে এসএসসি পাশের পর কক্সবাজার সরকারী কলেজ হয়ে কাপ্তাইয়ের সুইডিশে পড়ালেখাটা আনন্দময় অভিজ্ঞতা ছিল তার, কর্ম জীবনের পাশাপাশি ফটোগ্রাফিতে বেসিক কোর্স, সাহিত্যের বিভিন্ন শাখায় রচনার চেষ্টা (উপন্যাস-পাগলা ঘন্টা), একাডেমিক পুস্তক রচনা (অটোমেটিভ ইঞ্জিন সিস্টেম-১) সহ ২০১০ সালে পর্যটন দিবস উপলক্ষ্যে জাতীয় পুরস্কার পাওয়াটাও ছিল সায়মুন সংসদের অনুপ্রেরণা ও শিক্ষা। সদস্য বাংলাদেশ নেভী স্কাউট্্স, পাবলিক রিলেশন সেক্রেটারী ভার্টিক্যাল ড্রীম্্স, ক্লাইম্বিং ক্লাব চট্টগ্রাম, রোভার সদস্য- বাংলাদেশ নৌ স্কাউট্্স, পাবলিক রিলেশান সেক্রেটারি মাউন্টেনিয়ারিং ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স, চট্টগ্রাম। তিনি এ বিশাল সংগঠনের গুরু দায়িত্ব নিষ্টা ও আন্তরিকতার সাথে পালন করতে সদা চেষ্টায় অব্যাহত থাকবেন। তিনি সকলের দোয়া কামনা করেন।