হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :

লন্ডনস্থ এটিএন বাংলার চেয়ারম্যান জনাব হাফিজ আলম বক্স ও চ্যানেল আইর এক্সিকিউটিভ ডাইরেক্টর মাজহারুল হক চৌধুরী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। এলক্ষ্যে তিনি সংক্ষিপ্ত সফরে ২ অক্টোবর সোমবার টেকনাফে আসেন। ওইদিন বিকাল ২টায় গরিব এন্ড ইয়াতীম ট্্রাষ্ট ফাইন্ডেশন এর উদ্যোগে নির্যাতিত রোহিঙ্গদের মাঝে ত্রাণ বিতরণ ও বিকাল ৩টায় সাবরাং দারুল উলুম মাদরাসা ও এতিম খানার উদ্যোগে আয়োজিত স্বংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

সংবর্ধনা সভায় তিনি বলেন আমি বাংলাদেশী নাগরিক হলেও থাকি লন্ডনে। জীবনে প্রথম বাংলাদেশে এসেছি। আমার দেশের জনগণ আপনারা আমাকে যে সম্মান দেখিয়েছেন তা চির স্বরনীয় হয়ে থাকবে। সাবরাং দারুল উলুম মাদরাসা ও এতিম খানার প্রধান পরিচালক মাওঃ মুফতি নুর আহমদের সভাপতিত্বে সাংবাদিক মুহাম্মদ জুবাইর এর মানপত্র পাঠ ও পরিচালনায় অনুষ্টিত সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন চ্যানেল আইর এক্সিকিউটিভ ডাইরেক্টর মাজহারুল হক চৌধুরী, সাবরাং দারুল উলুম মাদরাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক সোলতান আহমদ বিএ, জেলা যুবলীগের সহ-সভাপতি আবুল কালাম, চ্যানেল নাইন এর জেলা প্রতিনিধি জাবেদ ইকবাল চৌধুরী বাবুল, দৈনিক মানব জমিনের টেকনাফ প্রতিনিধি আমান উল্লাহ আমান, গ্রামীন ও স্যাম্পোনি মোবাইল এর টেকনাফের ডিষ্ট্রিবিউটর আবদুল করিম, সিরাজুল হক, সাবেক মেম্বার মোঃ ইউনুছ, মাওঃ আমানুল্লাহ, প্রমুখ। বিকাল ৪টায় হারিয়াখালী ও শাহপরীরদ্বীপ ভাঙ্গা এলাকায় এবং বিকাল ৫টায় লেদা, কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।