রিয়াজ উদ্দিন ,পেকুয়া :

পেকুয়ায় মগনামা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক কেবিনেট নির্বাচনে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। গতকাল ২ অক্টোবর সোমবার নির্বাচনে ভোটগ্রহন অনুষ্টিত হয়। নির্বাচনে ক্ষমতাসীন দল আ’লীগ সমর্থিত প্যানেল দুটি ক্যাটাগরিতে, বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। মগনামা উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটির কেবিনেট নির্বাচন গত ৬ সেপ্টেম্বর স্থগিত হয়ে যায়। শিক্ষার মান বেগবান করতে ওই স্কুলের পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্টানের লক্ষ্যে অভিভাবক ও সুশীল সমাজের নেতৃবর্গ সরব ছিলেন। নির্বাচন স্থগিত হয়ে যাওয়ায় সর্বত্রে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ভোটের দাবীতে মগনামায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসুচীও পালিত হয়েছে। কর্তৃপক্ষ জনগনের দাবীর প্রেক্ষিতে স্থগিত নির্বাচনে ভোট গ্রহনের জন্য ওই দিন ফের দিনক্ষন চুড়ান্ত করে। এ দিকে মগনামা ইউনিয়নের ঐতিহ্যবাহী ওই শিক্ষা প্রতিষ্টানের নির্বাচনকে ঘিরে অভিভাবক ও ভোটারদের মাঝে উচ্ছাস ছড়িয়ে পড়ে। ভোট গ্রহনের দিন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে ভোটাররা স্কুল প্রাঙ্গনে জড়ো হন। সকাল দশটার সময় ভোট গ্রহন আরম্ভ হয়েছে। বিকেল ৪ টায় ভোট বন্ধ হয়ে যায়। নির্বাচনে অভিভাবক কেবিনেটের ৪ টি সাধারন পদের জন্য ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। অপরদিকে সংরক্ষিত একটি পদের জন্য ২ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। সাধারন সদস্য পদে নির্বাচিত হয়েছেন পেকুয়া উপজেলা আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মুহাম্মদ নাজেম উদ্দিন তার প্রাপ্ত ভোট-(২৩৭) , অপর প্রার্থীদের মাঝে হাসনাত আব্বাসী ২৪০ ভোট, মোহাম্মদ কাসেম উদ্দিন (২৩৩), মুহাম্মদ আবু তৈয়ব ২২৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিজিত প্রার্থীদের মাঝে নুর মোহাম্মদ ১৬৭ ভোট, আবুল হোসেন (১৩৭ ভোট), জোবাইদুল হক(১৩৩ ভোট) পেয়েছে। নারী প্রার্থীদের মাঝে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেলের মা ছকিনা পারভীন বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছে। তার প্রাপ্ত ভোট ২৯১। নিকটতম প্রার্থী বিএনপি সমর্থিত খালেছা বেগম পেয়েছেন ১৩৮ ভোট। নির্বাচনে সার্বিক সহায়তা করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফম হাসান। নির্বাচন পর্যবেক্ষন করেছেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব উল করিম, অবিভক্ত মগনামার সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি মোহাম্মদ খাইরুল এনাম, মগনামা ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম প্রমুখ। ইউনিয়ন আ’লীগের সভাপতি খাইরুল এনাম জানায়, একটি অশুভ শক্তির কাছে স্কুলটি জিম্মী ছিল। ভোটাররা এ রায়ের মাধ্যমে সেখান থেকে বেরিয়ে আসার প্রয়াস তৈরী করেছে। আমাদের দলীয় প্রার্থীরা জয়ী হয়েছে। বিজয়ীদের অভিনন্দন।