আতিকুর রহমান মানিক:
কক্সবাজারে প্রধান প্রজনন মৌসূমে মা ইলিশ রক্ষা কার্যক্রম পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। জাতীয় মাছ ইলিশের উৎপাদন ও বংশবৃদ্ধিকল্পে সরকারগৃহীত ২২ দিন ব্যাপী কর্মসূচীর প্রথমদিনে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাঁকখালী নদীর বিভিন্ন পয়েন্ট, মৎস্য অবতরণ কেন্দ্র এলাকা, নদী মোহনা, নাজিরারটেক চ্যানেল ও মহেশখালী চ্যানেলের বিভিন্ন স্পটে এ সংক্রান্ত কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। নিষেধাজ্ঞা শুরু হওয়ার আগেই গভীর সমুদ্র থেকে ফিরে আসা শত শত ফিশিং ট্রলার নোঙ্গর করা দেখে সন্তোষ প্রকাশ করে সরকারগৃহীত কর্মসূচী যথাযথভাবে পালন করার নির্দেশ দেন তিনি। বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক শেখ মোস্তাফিজুর রহমান, উপ-পরিচালক (এফআইকিউসি) ডঃ ছালেহ আহমদ, জেলা মৎস্য কর্মকর্তা ডঃ মোঃ আব্দুল আলীম ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) ডঃ মঈন উদ্দীন আহমদ এসময় উপস্হিত ছিলেন।