প্রেস বিজ্ঞপ্তি:
অসহায় রোহিঙ্গাদের ভালোবাসায় ছুটে এসেছেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহমুদসহ কেন্দ্রীয় নেতারা। তারা রোহিঙ্গাদের জন্য বিপুল ত্রাণ নিয়ে উখিয়ার বিভিন্ন ক্যাম্পে বিতরণ করেছেন। গত শুক্রবার এই বিতরণ কার্যক্রম চালান জাতীয় শ্রমিক লীগ নেতৃবৃন্দ।
জানা গেছে, শেখ হাসিনা নির্দেশে মায়ানমার থেকে এসে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরনের জন্য জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহমুদের নেতৃত্বে কেন্দ্রীয় টিম সরকারী নিয়ম মোতাবেক সেনাবাহিনীর কাছে ত্রাণ হস্তান্তর করেন। তারপরেও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে থাকা রোহিঙ্গা শরণার্থীদের মাঝে নগদ অর্থ ও শুকনা খাবার বিতরন করেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। এসময় উপস্তিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাবিবুর রহমান আকন্দ, জেলা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী, সহ-সভাপতি যথাক্রমে- শফিকুল ইসলাম কালু, মো. গিয়াস উদ্দীন, সহ-সাংগঠনিক যথাক্রমে- সম্পাদক শাহীন আহামদ, নেজাম উদ্দীন শাওন, মো. আবদুল্লাহ, মো. ইউনুছ, দপ্তর সম্পাদক ওসমান গণি, সহ-দপ্তর সম্পাদক নুরুল আলম নুরু, মো. মঞ্জুর আলম, মো. কামাল, উখিয়া উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক সরওয়ার কামাল পাশা, সদস্য সচিব গিয়াস উদ্দীন সুজন, এম.এ রশিদ, সিদুল শর্মা, জয়নাল আবেদীন, আবদুল কালাম আজাদ, ইলিয়াছ বাবুল, টেকনাফ উপজেলা শ্রমিকলীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক দিদারুল ইসলাম কংফু, মো. শফিক, আমিনুল হক, আবদুল খলিল চৌধুরী, কফিল উদ্দীন প্রমুখ।
ত্রাণ বিতরণের আগে কেন্দ্রীয় শ্রকিমলীগ নেতৃবৃন্দ কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাদেরকে বরণ করে নেন কক্সবাজার জেলা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার ও সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারীর নেতৃত্বে জেলা নেতৃবৃন্দ।