হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :
টেকনাফ উপজেলার একটি বাড়ী একটি খামার প্রকল্প ও পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যাংকের নব নির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। ২৯ সেপ্টম্বর শুক্রবার বিকালে গণপ্রজাতন্ত্রী সরকারের পল্লী ও সমবায় বিভাগের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিব মাফরূহা সুলতানা আনুষ্টানিকভাবে টেকনাফ উপজেলার একটি বাড়ী একটি খামার প্রকল্প ও পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যাংকের নব নির্মিত ভবন উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন ‘একটি বাড়ী একটি খামার প্রকল্পটি প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি প্রকল্প। এ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে যদি গাফলতি করা হলে কাউকেও ছাড় দেয়া হবেনা’। টেকনাফ উপজেলায় একটি বাড়ী একটি খামার প্রকল্পে সমিতির ঋণ বিতরণ এবং রিকভার শুনে অসন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন ‘কমপক্ষে ৬০% শতাংশ ঋন রিকভার করতে হবে। না পারলে অযোগ্য হিসাবে বিবেচিত হবে’। একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপ-সচিব নজির আহমদ, ঢাকা সমবায় অধিদপ্তরের নিবন্ধন মহাপরিচালক, কক্সবাজার জেলা সমবায় অফিসার আব্দুল লতিফ, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার জাহেদ হোসেন ছিদ্দিক, টেকনাফ উপজেলা সমবায় অফিসার মোঃ শামসুল আলম কুতুবী, একটি বাড়ী একটি খামার প্রকল্পে সমন্বয়কারী কর্মকর্তা বিশ্বজিৎ ভট্টাচার্য্য, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমিতির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। মুনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতীব ও টেকনাফ আল-জামিয়া আল-ইসলামিয়ার শিক্ষক মাওঃ ইলিয়াছ ফারুকী।