প্রথমদিনে মুখোমুখি শেখ জামাল চকরিয়া  বনাম কোটবাজার খেলোয়াড় সমিতি 

নুসরাত পাইরিন :

কক্সবাজার বীর শ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামে  শুক্রবার থেকে শুরু হচ্ছে জেলা ফুটবল লীগ। বেলা আড়াইটায় কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন খেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী দিনে মাঠ মাতাবেন শেখ জামাল চকরিয়া ক্লাব বনাম কোটবাজার খেলোয়াড় সমিতির খেলোয়াড়রা।

জেলা ক্রীড়া সংস্থার ফুটবল পরিষদের সম্পাদক এ.একে.এম রাশেদ হোছাইন নান্নু জানান,  শুক্রবার (২৯ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে জেলা ফুটবল লীগ। বেলা আড়াইটায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন। এবার মোট ১২টি দল খেলায় অংশ নিচ্ছে। এর মধ্যে ২৯ সেপ্টেম্বর মুখোমুখি হবে শেখ জামাল চকরিয়া ক্লাব বনাম কোটবাজার খেলোয়াড় সমিতি, ৩০ সেপ্টেম্বর ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘ বনাম বাঁশকাটা খেলোয়াড় সমিতি, ১ অক্টোবর ঢেমুশিয়া ক্রীড়া সংস্থা বনাম আবাহনী ক্রীড়া চক্র, ২ অক্টোবর ইয়ং ম্যান্স ক্লাব বনাম টাউন ক্লাব, ৩ অক্টোবর শেখ জামাল চকরিয়া ক্লাব বনাম ফুটবল ক্লাব মহেশখালী, ৪ অক্টোবর ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘ বনাম মালুমঘাট ক্রীড়া সংস্থা, ৫ অক্টোবর ইয়ং ম্যান্স ক্লাব বনাম শতদল ক্লাব, ৬ অক্টোবর আবাহনী ক্রীড়া চক্র বনাম মাতারবাড়ী খেলোয়াড় সমিতি, ৭ অক্টোবর ফুটবল ক্লাব মহেশখালী বনাম কোটবাজার খেলোয়াড় সমিতি, ৮ অক্টোবর মালুমঘাট ক্রীড়া সংস্থা বনাম বাঁশকাটা খেলোয়াড় সমিতি, ৯ অক্টোবর ঢেমুশিয়া ক্রীড়া সংস্থা বনাম মাতারবাড়ি খেলোয়াড় সমিতি এবং ১০ অক্টোবর শতদল ক্লাব বনাম টাউন ক্লাব। পয়েন্ট ক্যাটাগরিতে সব খেলা অনুষ্ঠিত হবে। প্রত্যেক দল জেলার বাইরে ৪ জন করে খেলোয়াড় মাঠে নামাতে পারবে। টিকেটের মূল্য রাখা হচ্ছে গ্যালারী ২০ টাকা ও প্যাভিলিয়ন ৫০ টাকা। চ্যাম্পিয়ন দলকে ২৫ হাজার টাকা ও রানার আপ দলকে ১৫ হাজার টাকা প্রাইজমানি দেয়া হবে। প্রতিযোগিতায় স্পন্সর হিসেবে রয়েছে সুইস এন্ড পেষ্টিস সপ ও জি.এম.কে ব্রিক্স। সকল খেলা অনুষ্ঠিত হবে দুপুর আড়াইটায়।