সংবাদদাতা:
নির্যাতিত রোহিঙ্গাদের সাহায্য করা আমাদের ঈমানী দায়িত্ব। আমরা আনসার, ওরা মুহাজির। নির্যাতিত হয়ে তারা আমাদের দেশে এসেছে। সাধ্য মতো রোহিঙ্গা মুসলিমদের পাশে দাঁড়ানো দায়িত্ব।
‘বিপন্ন রোহিঙ্গা জীবন ও আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় দেশের বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব ও টিভি আলোচক আল্লামা শাহ ওয়ালি উল্লাহ এসব কথা বলেন।
তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা কক্সবাজার শাখা বৃহস্পতিবার (২৮সেপ্টেম্বর) সকালে সভার আয়োজন করে।
প্রধান আলোচক আল্লামা শাহ উয়ালি উল্লাহ বলেন, রোহিঙ্গাদের অপরাধ ওরা মুসলিম। মুসলমানদের ওপর জুলুম নির্যাতন নতুন কোন বিষয় নয়। ঈমানের উপর আমাদের অটল থাকতে হবে।
এতে আলোচনা করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল।
তিনি বলেন, রোহিঙ্গাদের মূল স্রোতে আনতে শিক্ষা দিতে হবে। স্যানিটেশন, স্বাস্থ্য ও পানীয়জল নিশ্চিত করা দরকার।
সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা কক্সবাজার শাখার অধ্যক্ষ হাফেজ রিয়াদ হায়দার।
সভায় বিভিন্ন মসজিদের ইমাম, খতীব, শিক্ষক, ব্যবসায়ী উপস্থিত ছিলেন।