কক্সবাজার সমুদ্র সৈকতে ফুল দিয়ে পর্যটক বরণ

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ১০:৫৩ , আপডেট: ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ১১:০১

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


বিশ্ব পর্যটক দিবসে এক নারী পর্যটককে ফুল দিয়ে বরণ করে নেন কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাসেম সিকদার।

ইমাম খাইর, সিবিএন:
দেশী বিদেশী একঝাঁক পর্যটক। দাঁড়িয়ে আছে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে। উপভোগ করছে সমুদ্র সৌন্দর্য্য। তপ্ত রোদে ছাতার নীচে বসে আছে কেউ। দেখছে কেউ সমুদ্রের জলরাশির খেলা। কেউবা হাঁটছে সমুদ্রতটে। ঠিক এই সময়ে ফুল আর পাপড়ি নিয়ে তাদের সামনে হাজির সৈকত নগরীর একদল পর্যটন ব্যবসায়ী। কোন ধরণের আনুষ্ঠানিকতা ছাড়াই পর্যটকদের হাতে তুলে দিতে লাগলো লাল গোলাপ। জানাচ্ছে শুভেচ্ছা-অভিনন্দন। মুহুর্তেই থেমে গেল পর্যটকদের বালুরাশিতে হাঁটা চলা। সবাই চোখ মেলে দেখছে নতুন দৃশ্য-ফুল বিতরণ। সত্যিই অনন্য সৌজন্যতা। না চাইতে বৃষ্টি! হঠাৎ এমন সম্মান-সম্ভাষন দেখে অভিভুত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সৈকতে আসা পর্যটকেরা। ২৭ সেপ্টেম্বর, বিশ্ব পর্যটন দিবসে একে একে এভাবে অন্তত ৩ হাজার পর্যটককে বরণ করা হয়েছে ফুল দিয়ে।
‘টেকসই পর্যটন: উন্নয়নের হাতিয়ার’ প্রতিপাদ্যে দিনটি উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন ও সী-বীচ ম্যানেজমেন্ট কমিটি যৌথভাবে আয়োজন করে বর্ণাঢ্য শোভাযাত্রা।বুধবার সকাল সাড়ে ৯টায় কলাতলী সী-ইন সড়ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি লাবণী পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে উন্মুক্ত মঞ্চে অনুষ্টিত হয় আলোচনা সভা। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ারুল নাসের এর সভাপতিত্বে আলোচনা সভা শেষে মুক্ত আকাশে বেলুন উড়িয়ে বিশ্ব পর্যটন দিবসের শুভ কামনা করা হয়।
সভায় বক্তৃতা করেন- ট্যুরিষ্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার (এসপি) জিল্লুর রহমান, হোটেল মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কাসেম সিকদার, কটেজ ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী রাসেল আহমেদ, টুয়াকের আহ্বায়ক এম.এ হাসিব বাদল।এ সময় উপস্থিত ছিলেন- ট্যুরিষ্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি, সিনিয়র সহকারি পুলিশ সুপার রায়হান কাজেমি, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট একেএম লুৎফুর রহমান, টুয়াকের প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম কিবরিয়া খান, সাবেক সাধারণ সম্পাদক আসাফ উদ-দৌলা আশেক, সাবেক অর্থ সম্পাদক শহীদুল্লাহ নাঈম, আনোয়ার কামাল প্রমুখ।
সী-বীচ ম্যানেজম্যান্ট কমিটির সদস্য সচিব ও পর্যটন শৈবালের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়ার পরিচালনায় পর্যটন দিবসের কর্মসুচিতে সী-গাল হোটেল, হোটেল সী-প্যালেস, হোটেল সায়মান, ট্যুর গাইড এসোসিয়েশন, বীচ কিটকট মলিক সমিতি, লাইফগার্ড, সৈকত বহুমুখি সমবায় সমিতিসহ পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করে।এদিকে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিও পালন করেছে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম বিভাগের উদ্যোগে বুধবার সকাল ৯টায় শহরের কলাতলী মোড়স্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শোভাযাত্রা বের করা হয়। এরপর ক্যাম্পাসে সংক্ষিপ্ত আলোচনা সভা রেজিষ্ট্রার নাজিম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সহকারি রেজিষ্ট্রার কুতুব উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক আব্দুল হামিদ। অতিথি ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক সাইফুর রহমান, হসপিটালিটি এন্ড ট্যুরিজম বিভাগের বিভাগীয় প্রধান সাকিল আহমেদ। বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিলেন।জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) এর উদ্যোগে ১৯৮০ সাল থেকে ২৭শে সেপ্টেম্বর দিবসটি পালন করা হয়। কক্সবাজারে প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়।