মোহাম্মদ হোসেন,হাটহাজারী :
হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের বাসিন্দা সামশু আলম পুত্র মেঃ মহিনুদ্দিন (২৪)কে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছেন তার মা। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আক্তার উননেছা শিউলী মহিনুদ্দিনকে এক মাসের কারাদন্ডদেশ প্রদান করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, মহিনুদ্দিন মাদক সেবনের এক পর্যায়ে মাদক বিক্রি শুরু করেন। তার বাবা-মা এ কাজে বাধা দিলে তাদের ওপর নির্যাতন করা হয়। পরে তার মা গত ২ মাস আগে ছেলের বিচার চেয়ে পরিষদে কাছে লিখিত আবেদন করেন। ওই আবেদনের বিষয়ে জানতে পেরে বাবা-মায়ের ওপর নয়নের নির্যাতন বেড়ে যায়।

স্থানীয়রা জানান, মাদক বিক্রির প্রতিবাদ করায় সকালে মহিনুদ্দিন তার বৃদ্ধ মাকে মারধর করেন। দুপুরে দিকে খবর পেয়ে পুলিশের সহযোগিতায় মহিনুউদ্দিনকে হাটহাজারী উপজেলা পরিষদ কার্যলয়ে নিয়ে আসা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বার উপজেলা পরিষদ কার্য্যলয়ে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারু উননেছা শিউলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকসেবন ও মাকে মাধরের অপরাধে মহিনুদ্দিনকে এক মাসের কারাদন্ড দেওয়া হয়।