এম.মনছুর আলম, চকরিয়া:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা) সহায়তায় ও চকরিয়া উপজেলা পরিষদের আয়োজনে বাগদা চিংড়ি চাষিদের ভাল চাষ ব্যবস্থাপনারর (GAP) ভিক্তিতে উন্নত সম্প্রসারিত পদ্ধতিতে বাগদা চাষ ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুভ উদ্বোধন সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুম মোহনায় অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাহেদুল ইসলামের সভাপতিত্বে উক্ত শুভ উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর অালম বি.এ(অনার্স) এমএ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী সাফিয়া বেগম শম্পা,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.সাইফুর রহমান,পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাসেম,চিরিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালাটি ২৫সেপ্টম্বর থেকে ২৭সেপ্টম্বর পর্যন্ত চলবে।এতে চকরিয়ায় ১৮ইউনিয়ন ও পৌরসভার মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।