প্রেস বিজ্ঞপ্তি :
চট্টগ্রামস্থ বাংলাদেশ মেরিন একাডেমীতে ওয়ার্ল্ড মেরিটাইম ডে-২০১৭ উদযাপন এবং জাতীয় শুদ্ধাচার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২২ সেপ্টেম্বর ২০১৭ তারিখ একাডেমীর নতুন প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আবদুস সামাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব ক‡রন একাডেমীর কমান্ড্যান্ট নৌপ্রকৌ. ড. সাজিদ হোসেন।কর্মকর্তাদের মধ্যে পুরস্কার লাভ করেন আবু সাদাত মোঃ আমানুল্লাহ এবং কর্মচারীদের মধ্যে মোঃ তাজুল ইসলাম| এতে অন্যন্যাদের মধ্যে বক্তব্য রা‡খন একাডেমীর ডেপুটি কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এবিএম শামীম, নৌ-শিক্ষা প্রধান (অতি: দা:) ক্যাপ্টেন মোঃ তৌফিকুল ইসলাম, প্রধান প্রকৌশলী মোঃ মনজুরুল কবীর, প্রধান শিক্ষা কর্মকর্তা মোঃ খালিদ মাহমুদ, উধ্বর্তন নৌ-প্রশিক্ষক ও জাতীয় শুদ্ধাচার বাস্তবায়ন কমিটির আহবায়ক ক্যাপ্টেন মোঃ ইবনে কায়সার তৈমুর, প্রকৌশলী প্রশিক্ষক ও উপ-আহবায়ক ইঞ্জিনিয়ার রবিউল হাসান মোঃ শহীদ উল্লাহ, নৌ-প্রশিক্ষক ও আপিল কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ রিফাই চৌধুরী, শিক্ষা কর্মকর্তা (গণিত) ও জাতীয় শুদ্ধাচার বাস্তবায়ন কমিটির অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, শিক্ষা কর্মকর্তা (পদার্থ বিদ্যা) ও জাতীয় শুদ্ধাচার বাস্তবায়ন কমিটির সদস্য আবু সাদাত মোঃ আমানুল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা ও শুদ্ধাচার বাস্তবায়ন কমিটির সদস্য-সচিব মোঃ আজিজুল হক প্রমুখ। এছাড়া আরো উপস্থিত wQ‡jb এ্যাডজুটেন্ট (অতি: দা:) লেঃ কমান্ডার মুসা মতিউর রহমান, ভান্ডার কর্মকর্তা (অতি: দা:) ও উধ্বর্তন নৌ-স্থপতি(চলতি দায়িত্ব) ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহমুদ মিয়া, উধ্বর্তন শিক্ষা কর্মকর্তা ও হিসাব রক্ষন কর্মকর্তা (অতি: দা:) মোঃ আনোয়ারুল ইসলাম, উধ্বর্তন তড়িৎ প্রশিক্ষক ও ট্রান্সপোর্ট অফিসার মোঃ আবুল কালাম খান, ইলেকট্রনিক প্রশিক্ষক ও আইসিটি কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, উধ্বর্তন প্রকৌশলী প্রশিক্ষক মোঃ হুমায়ুন কবীর, তড়িৎ যান্ত্রিক প্রকৌশলী মোঃ শামিম হোসেন, চিকিৎসা প্রশিক্ষক ডাঃ গৌতম দাশগুপ্ত, শিক্ষা কর্মকর্তা (ইংরেজি) জিন্নাত আরা নাসরিন, শিক্ষা কর্মকর্তা (পদার্থ বিদ্যা) কৃষ্ণ প্রসাদ বিশ্বাসসহ আরো অনেকে।
প্রধান অতিথি ০২(দুই)টি নতুন বাস উদ্বোধন ও বৃক্ষরোপন করেন উল্লেখ্য নৌপম সচিব একাডেমীর অনুষ্ঠানে যোগদানের পূর্বে ঐ দিন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, ন্যাশনাল মেরিটাইম ইনষ্ঠিটিউট, কর্ণফুলি ড্রাই ডক লিঃ পরিদর্শন করেন ।