প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার এর ট্যুর প্রতিষ্টান মালিকদের নিবন্ধিত একমাত্র সংগঠন ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক), রেজিঃ নং ২৮৩৫ এর সদস্যদের সাথে কার্যকরী কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতি এম রেজাউল করিম এর সভাপতিত্বে, যুগ্ন সম্পাদক মিজানুর রহমান মিল্কির সঞ্চালনায় উক্ত অনুষ্টান পরিচালিত হয়। অর্থ সম্পাদক মো: আরকান এর কোরআন তেলাওয়াত এর মাধ্যমে সভার শুভ সূচনা করা হয়। উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এস. এম. কামরুজ্জামান ওবাইদুল। সাধারণ সম্পাদক সাধারণ সদস্যদের উদ্দেশ্যে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং নিবন্ধিত সংগঠনের বিরুদ্ধে অপপ্রচার করীদের ব্যাপারে সতর্ক থাকা ও সম্মিলিত ভাবে সাধারণ সদস্যদের নিয়ে প্রতিরোধ করার প্রত্যয় ব্যাক্ত করেন। উপস্থিত সাধারণ সদস্যরা দীর্ঘ ১৩ বছর টুয়াক এর নিবন্ধন এনে দেওয়ার জন্য সভাপতি এম রেজাউল করিম ও কার্যকরী কমিটির সকল সদস্যদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। যুগ্ন সম্পাদক মিজানুর রহমান মিল্কি নিবন্ধিত সংগঠনের নামকে নিয়ে বিভ্রান্তি, আপত্তিকর ও মান হানিকর বক্তব্য পত্র পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করীদের বিরুদ্ধে তীব্র ঘৃণা ও নিন্দা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে এসব অপপ্রচার কারীদের বিরুদ্ধে সাধারণ সদস্যদের সজাগ থাকা ও নিবন্ধিত সংগঠনের সাধারণ সদস্য হিসেবে নিজ নিজ দায়িত্ব পালন করে সমুচিত জবাব দেবার আহবান করেন। দপ্তর সম্পাদক ইকবাল হোসাইন সাজ্জাদ বলেন, শুধু সাংগঠনিক কার্যক্রমই নয়, পাশাপাশি ট্যুর অপারেটর হিসেবে নিজেদের ব্যাবসাকে আরো ভালো পর্যায়ে নিয়ে যেতে হবে সবাইকে। সভার সভাপতি এম রেজাউল করিম সদস্যদের উদ্দেশ্যে সংগঠনের দীর্ঘ পথ চলা, রেজিষ্ট্রশন পক্রিয়া সংগঠনের গঠনতন্ত্র, রেজিষ্টার্ড সংগঠনের সদস্য হিসেবে সদস্যদের আচরণ বিধি ও সংগঠনের গঠনতন্ত্র নিয়ে বিস্তারিত আলোচনা ও দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। উক্ত মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন পর্যটন বিষয়ক সম্পাদক বেলাল আবেদীন ভুট্টো, সাংগঠনিক সম্পাদক মো: ফোরকান জুয়েল, সহ সাধারণ সম্পাদক নূর মো: মনির, কার্যকরী সদস্য কাদের খান। সাধারণ সদস্যদের মাঝে বক্তব্য রাখেন আজমল হুদা, রিয়াজ উদ্দীন, আবুল আলা ফারুক, জাহিদ হাসান, মিজানুর রহমান, রিয়াজ তারেক , মো: আরিফুর রহমান, সাঈদ ফারহান, আনিসুর রহমান, জালাল উদ্দীন মিন্টু,শহিদুল ইসলাম, এস এম ফারুক প্রমুখ।