ডেস্ক নিউজ:

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষকের পা ছুঁয়ে সালাম করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে নিজ বিভাগের সাবেক ছাত্র সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এমন দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক ছাত্র সমিতির সভাপতি অধ্যাপক নাজমা খান মজলিশ।

অনুষ্ঠানের শুরুতে মঞ্চে ওঠেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এর কিছুক্ষণ পরই সংবর্ধনা মঞ্চে উপস্থিত হন বিভাগের সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. মো. ইব্রাহিম। যিনি আখতারুজ্জামানের সরাসরি শিক্ষক ছিলেন।

এমন সময় সংবর্ধনা অনুষ্ঠানের মূল আকর্ষণ উপাচার্য তাকে দেখে দাঁড়িয়ে যান। এসময় উপস্থিত সবার মধ্যে কৌতূহল জাগে যে, ‘কে এলেন? যাকে দেখে উপাচার্য দাঁড়িয়ে গেলেন?’ পর মুহূর্তেই সবাইকে অবাক করে দিয়ে অধ্যাপক ইব্রাহিমের পায়ে হাত দিয়ে সালাম করেন উপাচার্য। সালাম শেষে তাকে বুকে টেনে নেন অধ্যাপক ড. ইব্রাহিম।

আখতারুজ্জানের এমন শ্রদ্ধা উপস্থিত সবাইকে বিমোহিত করে। সত্যিই শিক্ষক যে মহান তা আবার প্রমাণিত। ছাত্র যত বড়ই হোক শিক্ষকের কাছে তিনি স্নেহতুল্য ছাত্রই থাকেন। আর শিষ্যের যেকোনো সফলতা বড় করে তোলে গুরুকে।