হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :

টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে এক যুবককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহরণকারীরা মোবাইল ফোনে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছে বলে অভিযোগ এনে অপহৃত রোহিঙ্গা যুবকের মা ২১ সেপ্টেম্বর ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩ জনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় রিখিত অভিযোগ দিয়েছেন। ২১ সেপ্টেম্বর ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন লেদা গ্রামের লাল মিয়ার পুত্র মফিজ আলম (৩২), আলীখালীর গবির আহমদের পুত্র মোঃ জমিল (৩৭), আবু শামা (৩২), লেদার আবদুর রহিম (৪০)।

লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লক শেড নং-৬৯ বাসিন্দা আলী আহমদের স্ত্রী অপহৃত যুবক আমির হোসেনের (২৮) মা আজিজ বাহার লিখিত অভিযোগে উল্লেখ করেন ‘২১ সেপ্টেম্বর সকাল ৬টায় অভিযুক্তরা ক্যাম্পে এসে কথা আছে বলে আমির হোসেনকে নিয়ে যায়। অজ্ঞাত স্থানে আটকে রেখে পরবর্তীতে ০১৮৬৭৩৯৬৯৬ নাম্বার থেকে আমির হোসেনের স্ত্রী দিল কায়াসের মোবাইল নম্বরে ফোন করে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। দাবি মতে টাকা না দিলে আমির হোসেনকে হত্যা করে লাশ গুম করে ফেলবে বলে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে’। ##