cbn  
প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় প্রকাশিত গণ বিজ্ঞপ্তির প্রতিবাদ শিরোনামের খবর টি আমার দৃস্টিগোচর হয়েছে। আমি উক্ত প্রতিবাদ বিজ্ঞপ্তিতে আমার অগোচরে আমার নাম উল্লেখ করাতে আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি কক্সবাজারের একমাত্র নিবন্ধিত ট্যুর প্রতিস্টানের মালিকদের সংগঠন ‘ ট্যুর অপারেটরস ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার এর একজন সাধারণ সদস্য। সুতরাং যে বা যাহারা আমার অগোচরে, হীন উদ্দেশ্যে এবং সরকার নিবন্ধিত একটি প্রতিস্টানের নামে আমার নাম উল্লেখ পূর্বক অপপ্রচার চালাকদের উক্ত প্রকাশিত খবর হতে আমার নাম প্রত্যাহার এবং ক্ষমা প্রার্থনার আহবান করছি। অন্যথায় আমি আইনানুগ ব্যাবস্থা গ্রহন করতে বাধ্য থাকিব।
কফিল উদ্দীন
সদস্য, ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)। রেজি : নং চট্ট ২৮৩৫
  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •