চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় আয়কর ক্যাম্প ২০১৭ অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় চকরিয়া পৌর শহরের ওয়েস্ট্রার্ণ প্লাজার দ্বিতীয় তলায় চকরিয়া সার্কেল ৮৮ ও কর অঞ্চল-৪ চট্টগ্রামের উদ্যোগে উক্ত আয়কর ক্যাম্প অনুষ্টিত হয়। চকরিয়ার অতিরিক্ত সহকারী কর কমিশনার কাজী সাদেক হোসেনের সভাপতিত্বে ও কর পরিদর্শক আমান উল্লাহর সঞ্চালনায় অনুষ্টিত কর ক্যাম্প অনুষ্টানের প্রধান অতিথি চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীর পক্ষে উপস্থিত ছিলেন পৌরসভা ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো: মুজিবুল হক মুজিব। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কর কমিশনার (সার্কেল ৮৪) জ্ঞানেন্দু বিকাশ চাকমা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম কর অঞ্চল-৪ এর পরিদর্শী মফিজ উল্লাহ, পরিদর্শী (কক্সবাজার) শ্রাবণী চাকমা, চকরিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল হক সওদাগর, ব্যবসায়ী নাসিমুল হক, এম খলিল উল্লাহ চৌধুরী, মুজিবুর রহমান, কুতুব উদ্দিন প্রমুখ। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তারা জাতীয় উন্নয়ন কর্মকান্ড ও দেশকে স্বনির্ভর করার লক্ষ্যে প্রত্যেক ব্যবসায়ীকে আয়কর প্রদানে এগিয়ে আসার আহবান জানান। পরে ৪৫ জন ব্যবসায়ীকে আয়কর সনদ প্রদান করা হয়।