কুতুবদিয়া সংবাদদাতা:
উপকূলের ত্রাস ছালেহ আহমদ (৪৫) প্রকাশ ছাইল্যাকে ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

১৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ২ টার দিকে উপজেলা সদরের কলেজ গেইট সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে।

ছালেহ আহমদ কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের কবিরা পাড়া (১নং ওয়ার্ড) গ্রামের মৃত আবু মুসার ছেলে।

তার বিরুদ্ধে কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়া, চকরিয়া, বাশঁখালী থানায় খুন, ডাকাতি, সন্ত্রাসী, ইয়াবা পাচার, অস্ত্র মামলাসহ এক ডজন মামলা রয়েছে বলে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস নিশ্চিত করেন।

সুত্র জানায়, সে দীর্ঘ বিশ বছর ধরে বঙ্গোপসাগরে জলদস্যুতা ও উপকূলে ডাকাতি, ইয়াবা পাচার এবং অপহরণ পূর্বক মুক্তিপণ আদায় করে আসছিল। তার অত্যাচারে অতিষ্ট হয়ে প্রাণ ভয়ে উপকূলের জেলেরা চাঁদা দিয়ে সাগরে মাছ ধরার জন্য যেতো। তার নিয়ন্ত্রনাধীন আন্তঃজেলায় তিন’শ জলদস্যু বাহিনী রয়েছে বলে বিশেষ সূত্রে জানা গেছে।

বাশঁখালী, পেকুয়া, চকরিয়া, মহেশখালী ও কুতুবদিয়া উপকূলে তার বাহিনীর সদস্যরা দল গঠন করে সাগরে নির্বিচারে ডাকাতি করে বেড়াচ্ছে। এসব জলদস্যু দলের সাথে কিছু সংখ্যক আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সখ্যতা গড়ে উঠায় এ দলগুলো বেপরোয়াভাবে সাগরে এবং উপকূলে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।