শফিক আজাদ, উখিয়ার কুুতুপালং থেকে:

মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে বৃহস্পতিবার বিকেল ৩টায় উখিয়ার কুতুপালং টিভি রিলে কেন্দ্র সংলগ্ন আশ্রিত রোহিঙ্গা বস্তি পরিদর্শন করেছেন বিএনপি’র গঠিত প্রতিনিধিদল। এসময় প্রতিনিধি দলের আহবায়ক ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস রোহিঙ্গাদের উদ্দেশ্যে বলেন আপনাদের মানবিক বিপর্যয়ে বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে বিএনপি’র প্রতিনিধিদল ২২টি ট্টাক করে ও পিকআপ করে ত্রাণ নিয়ে আসছিলাম। কিন্তু ব্যর্থ সরকার আপনাদের খাবার গুলো কেড়ে নিয়েছে। এতে ৫০হাজারের অধিক অভুক্ত রোহিঙ্গা ক্ষতিগ্রস্থ হয়েছে। তারপরও আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে সহযোগিতা করার জন্য। বেগম জিয়া অতিথেও আপনাদের পাশে ছিল বর্তমানেও আছে। এসময় তিনি ব্যক্তিগত তহবিল থেকে রোহিঙ্গাদের মাঝে নগদ বিতরণ করেন। ত্রাণ টিমের সদস্য বিএনপি’র আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খাঁন, বিএনপি’র ত্রাণ বিতরণে বাধা দিয়ে আওয়ামীলীগ আসল মুখোশ উম্মোচন হয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে সাথে ছিলেন, বিএনপি গঠিত ত্রাণ বিতরণ ও ক্যাম্প পরিদর্শন কমিটির সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান মাহামুদ চৌধুরী, রতœাপালং ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নুরুল কবির চৌধুরী, উপজেলা যুবদলের সভাপতি আহসান উল্লাহ মণি প্রমূখ।

আর আগে বিএনপি’র প্রতিনিধিদল মেরিন ড্রাইভ সড়ক হয়ে টেকনাফ নয়াপাড়া,লেদা,শাহপরীর, উখিয়া পালংখালী বাঘঘোনা, থাইংখালী ঢালামূল, থাইংখালী, বালুখালী, কুতুপালং শরনার্থী ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে নির্যাতিত রোহিঙ্গাদের সেই লোমহর্ষণ বর্ণনা গুলো মনযোগ দিয়ে শুনেন এবং তাদের কাছে দলীয় চেয়ারপার্সন বেগম জিয়ার সালাম পৌছান প্রতিনিধিদল।