কক্সবাজার পৌরসভাস্থ কুতুবদিয়া পাড়ার দারুল কুতুব একাডেমীর অধ্যক্ষ হুমায়ুন কবির সিকদারকে চাকুরী থেকে সাময়িক অব্যাহতি প্রসঙ্গে সম্প্রতি কিছু অনলাইন/ প্রিন্টিং মিডিয়ায় পরিবেশিত বিভ্রান্তিমূলক সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা সত্য বিষয়টি পরিচালনা পর্ষদের পক্ষ থেকে উপস্থাপন করলাম।
মূল বিষয় হলো, ২০০৭ সালে থেকে অদ্যবধি প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব পরিচালক পর্ষদের কাজে উপস্থাপন করার জন্য বার বার তাগাদা দেয়ার পরও হিসাব দিতে গড়িমসি এবং বিভিন্ন অজুহাত দিয়ে এড়িয়ে যায়। সর্বশেষ ২০১৭সালের জানুয়ারিতে হিসাবের বিষয়ে একটি উপ-কমিটি গঠন করে দেয়া হয়। যার সদস্য আলহাজ্ব মকসুদুল হক, শফিউল আলম কুতুবী এবং হাফেজ জাফর আলম। অধ্যক্ষ উক্ত কমিটিকে হিসাব দেয়া তো দূরের কথা বরং তাদের সাথে অসৌজন্যমূলক দুর্ব্যবহার করে। যার ফলশ্রুতিতে জানুয়ারি ২০১৭ সাল থেকে আগষ্ট ২০১৭ পর্যন্ত বার বার তাগাদা দেয়া সত্ত্বেও হিসাব না দিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করায় একাডেমির সভাপতি মৌলানা বদরুদ্দৌজা কুতুবী সভা আহ্বান করেন। উক্ত সভায় ১৪ জন পরিচালকের মধ্যে ১২ জন পরিচালক একমত পোষণ করেন। উপস্থিত পরিচালকগণ মৌলানা বদরুদ্দৌজা কুতুবী, আলহাজ্ব মকসুদুল হক, এম জাহাঙ্গীর আলম, হাফেজ জাফর আলম, মনজুর আলম সিকদার, এম এজাবত উল্লাহ কুতুবী, মোহাম্মদ শহীদুল্লাহ, আতিকুর রহমান, মরহুম ডা. নুরুল আমিনের পক্ষে শরিফুল হাসান, আলহাজ্ব আকতার আহামদ কোং, সৈয়দ আলমের পক্ষে আনচারুল করিম। সিদ্ধান্ত হয় যে, যথাযথ হিসান উপস্থাপন না করা পর্যন্ত অধ্যক্ষকে সাময়িক চাকুরী হতে অব্যাহতি প্রদান করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে হুমায়ুন কবির সিকদার বিভিন্ন মিডিয়ায় মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে নিজেকে চাকুরীতে বহাল থাকার প্রচেষ্টা চালাচ্ছে। এমনকি প্রতিষ্ঠানের পরিচালকদের বিষয়ে জঘন্য ও বানোয়াট তথ্য দিয়ে মানহানি করার ঔদ্যত্ত প্রদর্শন করেছে। আমরা মিডিয়াকে সত্য সংবাদ পরিবেশন করার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি।

বিনীত
মৌলানা বদরুদ্দৌজা কুতুবী
সভাপতি, দারুল কুতুব একাডেমি
কুতুবদিয়াপাড়া, কক্সবাজার পৌরসভা