class="post-template-default single single-post postid-96195 single-format-standard custom-background">

টুয়াক এর গণবিজ্ঞপ্তি

received_1445228798894589.jpeg

কক্সবাজারে ভ্রমণ ও পর্যটন ব্যবসায় নিযুক্ত ট্যুর অপারেটর মালিক সংগঠণ “ট্যূর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)”- সুগন্ধা সী বীচ পয়েন্ট, হোটেল দি সী প্রিন্সেস, হোটেল মোটেল জোন, কক্সবাজার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মত্ন্রনালয় এর অধীনে ট্রেড ইউনিয়ন মালিক সংগঠন হিসেবে নিবন্ধনভুক্ত হয়েছে। যাহার রেজিস্ট্রেশন নং-চট্ট ২৮৩৫।সংগঠনের সকল সদস্যদেরকে সংশ্লিস্ট আইন কানুন মেনে চলার জন্য অনুরোধ করা হইল। সেই সাথে পর্যটন সংশ্লিস্ট সকল সেবা প্রদানকারী প্রতিস্টানসহ সর্বস্থরের সর্বমহলের সহযোগীতা কামনা করছি।

               এম রেজাউল করিম, সভাপতি

 এস এম কামরুজ্জামান(ওবায়দুল), সাধারণ সম্পাদক

Top