প্রেস বিজ্ঞপ্তি :

মায়ানমারের জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপত্তার নিশ্চিত ও মানবতাবিরোধী নির্মম নির্যাতন বন্ধে অবিলম্বে ওআইসি-জাতিসংঘসহ বিশ্ব নেতৃবৃন্দকে দ্রুত ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। মায়ানমারে চলমান মানবতাবিরোধী রোহিঙ্গা মানবতার চরম সংকটে। রোহিঙ্গাদের উপর বারবার নির্যাতন ও হত্যাযজ্ঞের ফলে সাধারণ রোহিঙ্গা জনগোষ্ঠী আজ চরম হুমকি ও সংকটের মুখে। এ সংকট উত্তোরনে ও মানবতাকে রক্ষায় বিশ্বনেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবী। দ্রুত ওআইসি-জাতিসংঘ রোহিঙ্গা সংকট উত্তরনে এবং মায়ানমারের উপর রাজনৈতিক হস্তক্ষেপে দ্রুত এগিয়ে আসার আহ্বান জানান। মায়ানমারে অব্যাহত রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের মানববন্ধনে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।

আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের উদ্যোগে ১১ সেপ্টেম্বর বিকাল ৩টায় নগরীর চট্টগ্রাম বৌদ্ধ বিহার সম্মুখে সংগঠনের চেয়ারম্যান জে.বি.এস. আনন্দবোধি ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি ও সংষ্কৃতি বিভাগের চেয়ারম্যান, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু। এ সময় বক্তারা বলেন, কোন ধর্মেই মানুষ হত্যা, শিশু ও নারী নির্যাতন, অন্যের ধন-সম্পদ লুণ্ঠন করার অধিকার দেয়নি। সকল মানবজাতি ভিন্ন ভিন্ন ধর্মের হলেও সকলে একই সূত্রে গাঁথা। সকলেই মানবজাতি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় যুগে যুগে ধর্ম যাজকরা ধর্মের বাণী ও শান্তির বার্তা প্রচার করেছেন। মানবতার জয়গান ও বিশ্বের শান্তি একই সূত্রে জড়িত। তাই বিশ্বময় শান্তি প্রতিষ্ঠায় এবং শান্তিময় বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে অশান্তি পরিহার করে মায়ানমারের অব্যাহত গণধিকৃত মানবতাবিরোধী কর্মকা-, শিশু-নারী নির্যাতন, রোহিঙ্গা সম্প্রদায়ের নৃশংস নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে। এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, ভদন্ত প্রিয়রতœ মহাথের, ভদন্ত এল অনুরুদ্ধ মহাথের, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান জে.বি.এস. আনন্দবোধি ভিক্ষু, ভদন্ত সত্যজিৎ ভিক্ষু, ভদন্ত আনন্দবোধি ভিক্ষু, ধর্মবোধি ভিক্ষু, রতনানন্দ ভিক্ষু, সুভদ্র ভিক্ষু, সংঘবোধি ভিক্ষু, বিমলানন্দ ভিক্ষু, নন্দবোধি ভিক্ষু, শিলব্রত শ্রামন, মোদিতাপাল শ্রামন, দীপবংশ শ্রামন, বীর মুক্তিযোদ্ধা বোধিপাল বড়–য়া, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহিম, বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি মোঃ জামাল উদ্দিন, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক স.ম. জিয়াউর রহমান, অনিল বড়–য়া, জীবন বিকাশ বড়–য়া, ডা: তনয় বড়–য়া, দিলীপ বড়–য়া, রতন কান্তি বড়–য়া, সুস্মিতা বড়–য়া, সুধীর রঞ্জন বড়–য়া, অঞ্জন বড়–য়া, অধ্যাপক সুমন দত্ত, সাংবাদিক বিপ্লব দাশগুপ্ত, প্রকৌশলী প্রমোতোষ বড়–য়া, রাশেদ মাহমুদ, শ্যামল বড়–য়া, রণি বড়–য়া, ডা: লিনি বড়–য়া, সন্তোষ বড়–য়া, নোমান উল্লা বাহার, কবি আসিফ ইকবাল, সালাউদ্দিন লিটন, রুবেল বড়–য়া, সুপায়ন বড়–য়া প্রমুখ।