টেকনাফের লম্বাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকছে বিপন্ন রোহিঙ্গারারাখাইন রাজ্যের সহিংস ঘটনা এবং সেখান থেকে শরণার্থী পালিয়ে আসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত।

শনিবার (৯ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ‘আমরা এর আগে মিয়ানমার নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছিলাম। আমরা দু’দেশ তখন থেকে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিয়ানমার সফরকালে নিরাপত্তা বাহিনীর ক্ষয়ক্ষতি এবং নিরীহ মানুষের প্রাণহানির জন্য উদ্বেগ প্রকাশ করেন। তিনি শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি, ন্যায্যতা, আত্মসম্মান ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে একটি সমাধানের আহ্বান জানান।
বিবৃতিতে আরও বলা হয়, রাখাইন রাজ্যে চলমান সহিংস ঘটনা বন্ধ করতে হবে এবং দ্রুততার সঙ্গে সেখানকার অবস্থা স্বাভাবিক করতে হবে।