চট্টগ্রাম সংবাদদাতা:
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ পাঠিয়েছে মালয়েশিয়া। শনিবার সন্ধ্যায় পৌনে ৬টায় ত্রাণবাহী বিমানটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

১২ টন ত্রাণসামগ্রীর মধ্যে খাবার, পানি বিশুদ্ধকরণ ওষুধ, কাপড়চোপড়, শ্যাম্পু ইত্যাদি রয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুকুর রহমান সিকদার বলেন, ১২ টন ত্রাণ নিয়ে শনিবার সন্ধ্যা পৌনে ছয়টায় এ৪০০এম নামের ওই বিমানটি বিমানবন্দরে পৌঁছে। বিমানটিতে মালয়েশিয়ার সাতজন ক্রু রয়েছেন। তারা চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে ত্রাণসামগ্রীগুলো হস্তান্তর করবেন। ত্রাণসামগ্রীর মধ্যে খাদ্যদ্রব্য ছাড়াও ১৪ পদের পণ্য রয়েছে।