মোঃ রেজাউল করিম, ঈদগাঁও:

মিয়ানমার সরকারকে অসহায় রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ করতে হবে। রোহিঙ্গা মুসলিমদের সমস্যা সমাধানে বাংলাদেশকে আরো কার্যকরী ভূমিকা রাখতে হবে। অসহায় নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিতে হবে। ৯ সেপ্টেম্বর বিকেলে ঈদগাঁও বাজারের শাপলা চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবী জানান। বৃহত্তর ঈদগাঁও ওলামা পরিষদ উক্ত কর্মসূচীর আয়োজন করে। এতে বৃহত্তর নাগরিক পরিষদ প্রতিবাদে এবং ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানবতাবাদী মানুষ সমর্থনে অংশ নেন। প্রায় ৩ শতাধিক আলেম ওলামাদের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনের একমাত্র বক্তা ছিলেন ওলামা পরিষদের সভাপতি, চট্টগ্রাম দারুল মারুফ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আবদুচ ছালাম রিয়াদী। পরিষদের সহ-সভাপতি মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত করেন বিশিষ্ট আলেমেদ্বীন ক্বারী মাওলানা সিরাজুল ইসলাম। মানববন্ধনে ওলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা কবির আহমদ, সেক্রেটারী মাওলানা আরিফ উল্লাহ, অর্থ সম্পাদক মাওলানা আমীন রশিদসহ পরিষদের নেতা মাওলানা আক্কাস উদ্দীন, মাওলানা মোরশেদুল করিম, মাওলানা মিজানুল হক, মাওলানা জুনাইদ কবির, মাওলানা ইমরান উদ্দীন, হাফেজ মাওলানা দেলোয়ার হোছাইন প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বৃহত্তর ঈদগাঁওর ৬ ইউনিয়নের আলেম ওলামাদের নিয়ে ২০১৫ সালে গঠিত এ সামাজিক সংগঠনটি গত বছর অক্টোবরে মিয়ানমারে সংগঠিত মুসলিম রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে বাসস্টেশনে অনুরূপ মানববন্ধনের আয়োজন করেছিল। তাছাড়া সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে একাধিকার শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে। মানববন্ধন চলাকালে নানা শ্লোগান সম্বলিত বিভিন্ন প্লে-কার্ড বহন করা হয়। সরকার মানবিক দিক বিবেচনায় রোহিঙ্গাদের আশ্রয়সহ তাদের দূর্দশা লাঘবে যতটুকু সম্ভব সহযোগিতা করায় বক্তারা সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এছাড়া মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির মাধ্যমে দ্রুত রোহিঙ্গা সমস্যার সমাধানে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান।