সংবাদ বিজ্ঞপ্তি :

কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি অ্যালামনাই’৯৯ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার শহরের কলাতলীতে তারকা হোটেল লংবীচ এ ঈদুল আযহার পরদিন গত রবিবার সন্ধ্যা ৭ টা থেকে মধ্য রাত পর্যন্ত অনুষ্ঠান চলে। কয়েক পর্বে বিভক্ত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ৯৯ ব্যাচের ছাত্র নাঈমুর রহমান। এরপর ৯৯ ব্যাচের ছাত্র সাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রাত্ত্বন ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. বদরুল আলম, আলহাজ্ব এমএম সিরাজুল ইসলাম, শাহজাহান কুতুবী, নির্মলেন্দু দে, প্রাত্ত্বন ছাত্র কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, ৯৯ ব্যাচের কাজি মোর্শেদ আহমদ বাবু ও পারভেজ আহমেদ। সভায় শিক্ষকবৃন্ধ ছাত্রদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন ৯৯ ব্যাচের তাহমিদুল মোনতাসির। আলোচনা সভা শেষে কাটা হয় কসউবি’৯৯ ব্যাচের লোগো সম্বলিত কেক। এর পরপরই ছিল বুফে ডিনারের আয়োজন। ডিনার শেষে চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এসব অনুষ্ঠানমালার মধ্যেই নিজস্ব সাংগঠনিক সভাও অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত সকলেই নিজস্ব মতামত ব্যক্ত করেন। সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এড. নাজিম, ইঞ্চি. আবুহেনা, সাইকী, ডালিম, মুসা, জসিম মাহমুদ, সানি, শহিদ, কামরুল, তৌফিক, মিজান, সাংবাদিক রাশেদ, এনায়েত, আশরাফ, জাকের, মোস্তফা, ইমন, সহকারি জ্জ তোফাজ্জল, হুমায়ুন, ইউসুফ, জসিম, জুয়েল, সোহেল, ইলিয়াছ, এহসান, জাহিদ, জহির, আহসান, পুলিশ পরিদর্শক বাহার, ভূট্রো, শওকত মুরাদ, শাহিন, মাজেদ, মফিদ, গফুর, তওহিদ, গিয়াস, সেলিম, বিদ্যুৎ, খসরু, ডা. জাহিদ, নাছির, এড. রউফ, লোকমান, এজে মাজেদ, বশর, শাকিল, রাজিব, সেলিম এলাহী, রশিদ, জহির, ইসহাক, আবছার, ফেরদৌস, রফিক, মোক্তার, উথেনজ ও সজীব।