প্রেস বিজ্ঞপ্তি:
মায়ানমারে রোহিঙ্গাদের উপর বর্বরোচিত নির্যাতন, গণহত্যার প্রতিবাদে এবং আশ্রয় ও নিরাপত্তার দাবিতে কক্সবাজারে মানববন্ধন করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই মানববন্ধন শ্রুক্রবার সকাল ১১টায় জেলা বিএনপি কার্যালেয়র সামনে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সিনিয়র সহসভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এড. শামীম অারা স্বপ্না ।
এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি সিরাজুল হক বিএ, জেলা বিএনপির সহসভাপতি ও পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মো. আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মাবুদ, জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহামদ উজ্জল, সাধারণ সম্পাদক জিসান উদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এড. মো. ইউনুছ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এড. মনির উদ্দীন, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক  হুমায়রা বেগম। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল, কৃষকদলের জেলা ও পৌর শাখা এবং কক্সবাজার কলেজ, আইন কলেজ, সিটি কলেজ ও সদর উপজেলা ছাত্রদলের বিপুল   সংখ্যক নেতাকর্মী মানববন্ধনে অংশ নেন।

 মানববন্ধন সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সরওয়ার রোমন।
মানববন্ধনের শাহাজাহান চৌধুরী বলেন, নাফ নদীতে ভাসছে রোঙ্গিাদের লাশ, যেন মৃত মানবতা ভাসছে নদীতে। প্রতিদিন শত শত নারী, শিশু, যুবক রোহিঙ্গাদের লাশ নাফ নদীতে ভাসছে। নাফ নদীতে ভাসমান এক রোহিঙ্গা শিশুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনী রোহিঙ্গাদের ওপর আবারও বর্বরতা চালাচ্ছে। তাদের বর্বরতার মুখে প্রাণ বাঁচাতে হাজারো রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তের দিকে ছুটে আসছেন। তারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছেন। নো ম্যান্স ল্যান্ডে মানববেতর জীবন যাপন করছে হাজার হাজার রোহিঙ্গা পরিবার। খাদ্য ও পানির অভাবে সেখানে হাহাকার চলছে।  সীমান্ত পেরিয়ে কিছু কিছু রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়লেও তারা সাহায্য পাচ্ছে না। তারা প্রাণ ভয়ে নাফ নদীর তীরে রক্তমাখা শরীর নিয়ে লুটোপুটি খাচ্ছে।
লুৎফর রহমান কাজল বলেন, মিয়ানমার বাহিনীর বর্বরতায় রোহিঙ্গা হত্যা ও নির্যাতনে বিশ্ব বিবেককে স্পর্শ করেছে। মর্মস্পশী হৃদয়বিধারক রোহিঙ্গাদের করুণ পরিণতিতে বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয় কাঁদলেও সরকার এ বিষয়ে শুধু নির্বিকারই নয় মরার ওপর খাড়ার ঘা দেওয়ার ভুৃমিকায় অবতীর্ন হয়েছে। নিজ দেশে রোহিঙ্গাদের ওপর চলছে পৈশাচিক নির্মূল অভিযান আর তারা যখন বাংলাদেশে পালিয়ে আসতে চায় তখন সরকারের বাহিনী তাদেরকে প্রতিহত করে। রোহিঙ্গারা এখন অনতিকান্ত অগ্নিকুন্ডের মধ্যে মৃত্যুর প্রহর গুনছে।  বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে জোরালো লবিং করে রোহিঙ্গা সমস্যা সমাধানে ভোটারবিহীন আওয়ামী সরকার ব্যর্থ হয়েছে। এনমকি তারা জোরালো ভাষায় প্রতিবাদটুকুও করছে না। মিয়ানমার বাহিনীর হেলিকপ্টার বার বার বাংলাদেশের সীমা অতিক্রম করলেও সরকার দায়সাড়া একটি প্রতিবাদ লিপি দিয়ে কর্তব্য শেষ করেছে। কারণ তারা জনগনের ভোটে নির্বাচিত নয়। আমরা অতিসত্বর রোহিঙ্গা নির্যাতন ও গণহত্যা বন্ধ ও তাদের আশ্রয় দেয়ার দাবি জানাচ্ছি।