হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :

টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে আটকের পর ৩ হাজার ১১৯ জন রোহিঙ্গা নারী পুরষদের স্বদেশে ফেরত পাঠিয়েছে বলে দাবি করেছেন বিজিবি ও কোস্টগার্ড। ৫ সেপ্টেম্বর দুপুরে ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এএসএম আরিফুল ইসলাম জানান ২৪ ঘন্টায় উপজেলার হোয়াইক্যং, হ্নীলা, সদর ও সাবরাং ইউনিয়নের বিভিন্ন সীমান্ত অনুপ্রবেশকালে ২ হাজার ৬৭৮ জন রোহিঙ্গা আটক করা হয়। পরে তাদের মানবিক সহায়তা পূর্বক স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।

অপর দিকে নাফ নদী হয়ে অনুপ্রবেশকালে ৪৪১ জন রোহিঙ্গা নারী পুরুষ আটকের পর মানবিক সহায়তা দিয়ে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানান টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. জাফর ইমাম সজিব। এসব রোহিঙ্গাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশী। উল্লেখ্য, টেকনাফ বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে প্রতিদিন হাজার হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করছে।