আব্দুল আলীম নোবেল:

মাইডাসের টেকনোলজি ট্রান্সফার ফর প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম পাম নেদারল্যান্ড সিনিয়র এক্সপার্ট সার্ভিসেস প্রকল্পের সহযোগিতায় কক্সবাজারে অবস্থিত এসএমই সেক্টরের বর্তমান অবস্থার পরিবর্তনের কার্যক্রম শুরু করেছে। কক্সবাজারের শ্রেষ্ট নারী উদ্যোক্তা নয়ন সেলিনা কক্সবাজার জেলায় এব্যাপারে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন বলে মাইডাসের ব্যবস্থাপনা পরিচালক ও রিপ্রেজেন্টেটিভ, বাংলাদেশ, পাম নেদারল্যান্ড ড.এ.এস.এম.মশিউর রহমান এর নিকট সম্মতি জ্ঞাপন করেছেন। এরই আওতায় প্রথমবারের মত নিরিবিলি হ্যাচারীর উন্নয়নে পাম সিনিয়র এক্সপার্ট মি. এন্ড্রিজ তাঁর কার্য্যক্রম শুরু করেছেন।

তিনি তার অভিজ্ঞতা শেয়ার করে মেরিন ফিশারিজ বিষয়ে প্রতিদিন কাজ করছেন বলে জানাগেছে। এই কার্য্যক্রমের মাধ্যমে অন্যরাও আন্তর্জাতিক প্রযুক্তি লাভে আগ্রহীগণ কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কস্থ কলাতলীর বাসিন্দা শাওন পোলট্রি ফার্মের চেয়ারম্যান ও পরিকল্পিত কক্সবাজার আন্দোলনের (সমন্বয়ক নারী উদ্যোক্তা) নয়ন সেলিনার সাথে যোগাযোগ করতে পারেন।