বার্তা পরিবেশক :

শিক্ষা-সংস্কৃতি, শিল্প-সাহিত্য, দর্শনের আলোয় সমাজ বিনির্মাণে শুদ্ধজ্ঞান এবং সৃষ্টিশীল সাধনার বিকল্প নেই। শতশত বছরের ঐতিহ্যমন্ডিত সমুদ্রজনপদ কক্সবাজারের নন্দনলোক, লোকমানসকে যথাযথ সংরক্ষণ ও বিকাশকে সুগম করবার জন্যে পালং একাডেমি কক্সবাজার গঠনকল্পে একসভা গত ৪ ঠা সেপ্টেম্বর সোমবার খুনিয়াপালংস্থ মনোয়ারা কুঠিরে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক মোহাম্মদ আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ডাঃ আব্দুর রাজ্জাক সিকদার, মাষ্টার ওসমান গণি, অধ্যাপক নুর হোসাইন, ফয়েজ উল্লাহ মেম্বার, কবি সাজ্জাদ হোসাইন, এম.ফিল গবেষক সোহাগ চৌধুরী, মুহাম্মদ হোসাইন, আমজাদ হোসাইন প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে অধ্যাপক মোহাম্মদ আলম চৌধুরীকে সভাপতি ও এম.ফিল গবেষক মুহাম্মদ হোসাইনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট পালং একাডেমি কক্সবাজারের কার্যকরি কমিটি গঠিত হয়। কমিটি অচিরেই জেলা-সদরে আনুষ্ঠানিক অভিষেক ও নির্বাচিত গুণিদের সম্মাননা স্বারক প্রদানের আয়োজন করবে।