বান্দরবান প্রতিনিধি :
বান্দরবান-কেরানীহাট সড়কের রেইছাতে মাইক্রোবাস উল্টে ছয়জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বান্দরবান সীমান্তে মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য শুকনো খাবার মাইক্রোবাসে করে নাইক্ষ্যংছড়ি ঘুনধুমে নিয়ে যাওয়া হচ্ছিল। এর মধ্যে গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সদর থানা এসআই বেলাল জানান, মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য জেলা শহরের মেম্বার পাড়া থেকে চারটি মাইক্রোবাসে করে শুকনো খাবার নাইক্ষ্যংছড়ি ঘুনধুমে নিয়ে যাওয়া হচ্ছিল। সকাল আটটার দিকে সদর উপজেলার রেইচা এলাকায় চারটির মধ্যে একটি গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালকসহ ছয়জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত চালক শহিদুল, ঠিকাদার আরমান ও বাবুচি নুরুল আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।