জাহাঙ্গীর আলম,টেকনাফ :

মিয়ানমারে রোহিঙ্গাদের উপর সেনাবাহিনী কর্তৃক নারী,শিশু,ধর্ষণও অমানবিক নির্যাতনের প্রতিবাদে টেকনাফের হোয়াইক্যংয়ের হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের যৌথ উদ্দ্যেগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।৪ সেপ্টম্বর দুপুর ১টায় হোয়াইক্যং বাজারে শত শত নারী,পুরুষ,মুসলিম সহ সকল প্রকার ধর্মের লোকজন উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন।মানববন্ধনে হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী মুসা,প্রধান অথিতির বক্তব্য বলেন,মিয়ানমার আরকান রাজ্যে রোহিঙ্গাদের উপর সেনাবাহিনী কর্তৃক যে গণহত্যা,নারী ও শিশু ধর্ষণ,সহ যে অমানবিক বর্ববর নির্যাতন চলতেছে তা কখনো কোন মানব জাতির কাছে গ্রহণ যোগ্য না এসব নির্যাতন বন্ধদের দাবি জানান।তিনি আরো বলেন,সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মে মানুষদের কে এক হয়ে কাজ করতে হবে আজকের মানববন্ধনে সকল ধর্মে মানুষ সকল ভেদাবেদ বাদ দিয়ে কাদে কাদ মিলিয়ে এক হয়ে মানববন্ধনে উপস্থিত হয়ে মিয়ানমারে রোহিঙ্গাদের উপর গণহত্যা,নারী ও শিশু ধর্ষণ,অমানবিক নির্যাতন বন্ধের দাবিতে এটিই বুঝা যায় আমরা কখনো কোন অন্যায়কে প্রশ্রয় দেয়না।তাই আমি বাংলাদেশ সহ বিশ্ব সম্প্রদায়ের নেতৃবৃন্দর কাছে অনুরোধ করব রোহিঙ্গাদের উপর এসব গণহত্যা,নারী ও শিশু ধর্ষণ,অমানবিক নির্যাতন বন্ধের সবাইকে এগিয়ে আসার জন্য।উক্ত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন,আলমগীর চৌধুরী,আশিষ কুমার বেদাজ্ঞ,সাধারণ সম্পাদক বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি টেকনাফ উপজেলা শাখা,শিক্ষক মনিশংকর নাথ,খোকন বড়–য়া,মনি স্বপন চাকমা,আলো চাকমা,ডা: শংকর নাথ,নয়ন চাকমা,মংসাই চাকমা সহ স্থানীরা। মানববন্ধন সকলের দাবি মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের উপর গণহত্যা,নারী ও শিশু ধর্ষণ সহ যে অমানবিক নির্যাতন চালাচ্ছে তা বন্ধের দাবি জানান।