শফিক আজাদ, সীমান্ত থেকে ফিরে :

উখিয়ার কুতুপালং, বালুুখালী, থাইংখালী ঢালারমূখ ও পার্শ্ববর্তী ঘুমধুম সীমান্তে জিরো পয়েন্টে আশ্রিত রোহিঙ্গাদের দেখতে আকস্মিক সফর করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আলী হোসেন। তিনি রবিবার বিকেল সাড়ে ৩টায় টায় উখিয়ার কুতুপালং, বালূখালী, থাইংখালী ঢালারমূখ ও ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিমকুলের বাঁশ বাগানে অবস্থান নেয়া রোহিঙ্গাদের বর্তমান অবস্থা দেখেন।এবং তাঁদের ব্যাপারে খোঁজ খবর নেন।  এসময় কক্সবাজারের পুলিশ ড. একেএম ইকবাল হোসেন, এএসপি সার্কেল (উখিয়া) চাইলাউ মার্মা, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামঈন উদ্দিন, সহকারী কমিশনার (ভুমি) নুরুদ্দিন মোহাম্মদ শিবলী, উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল খায়ের, কক্সবাজার ডিবি পুলিশের ওসি মনিরুল ইসলাম, ঘুমধুম ইউপির চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ সহ সরকারের বিভিন্ন দপ্তরের পদস্হ কর্মকর্তা ও স্থানীয় বিজিবির বিওপি কমান্ডার গণ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক মোঃ আলী হোসেন বলেন, রোহিঙ্গা যাদের কোন প্রকার হয়রানীর শিকার না হয় সে ব্যাপারে সকলকে সহযোগিতা করার আহবান জানান।