জালাল আহমদ,চট্টগ্রাম থেকে:

রাষ্ট্রের কাছে মানুষের সর্বোচ্ছ চাওয়া পাওয়া হচ্ছে নিজেদের জান মালের নিরাপত্তা। কিন্তু রাষ্ট্র আজ মানুষের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।তাই মানুষ কে এখন নিজের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে।রাষ্ট্রযন্ত্র আজ রক্ষকের পরিবর্তে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।বক্তারা আরো বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সনদে স্বাক্ষর করলেও এসব সনদের শর্ত মানছে না।তাই জনগণ কে আইন মানতে বাধ্য করার আগে রাষ্ট্র কিংবা সরকার কে আইন মানতে হবে।
গতকাল দুপর ১১ টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ কর্তৃক আয়োজিত এক মানববন্ধনে সাংবাদিক,কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ,মানবাধিকার কর্মীরা বক্তব্য রাখেন।অধিকার এর চট্টগ্রাম সমন্বয়কারী ওসমান জাহাঙ্গীর এর পরিচালনায় বক্তব্য রাখেন কবি সাহিত্যিক,কলামিস্ট মাহমুদুল হাসান নিজামী,জহিরুল ইসলাম,কামরুল হাসান,স্বপন কান্তি দাস,আবদুর রহিম,জালাল আহমদ,মুজিব,সায়েরা বেগম, ছেনুয়ারা বেগম,জুবাইর, ইমন, এহসান প্রমুখ।