প্রেস বিজ্ঞপ্তি :

স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আনোয়ারুল নাসের বলেছেন-বিশ্বমানবতার পথপ্রদর্শক শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র। তাই আমাদের এই মহাপুরুষের দেখানো পথে চলতে হবে আর জীবনে কাজে লাগাতে হবে তাঁর আদর্শকে। তাহলেই সমাজ ব্যবস্থা উন্নতির দিকে এগিয়ে যাবে। তিনি বুধবার রাতে শহরের গোলদিঘীর পাড় চত্ত্বরে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩০তম শুভ আবির্ভাব মহোৎসবের ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তাল নবমী উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি সুজিত পালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ধর্মসভায় মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে উদ্বোধন করেন প্রবীণ ঋত্বিক দেবতা সমীরণ চক্রবর্তী। এতে ইষ্ট আলোচক ছিলেন বৃতেন্দ্র কুমার মালাকার (সহ-প্রতি-ঋত্বিক), বিশ্বনাথ বন্দোপ্যাথায় (সহ-প্রতি-ঋত্বিক)। ছোটন দাশ ও সুমি দাশের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত ধর্মসভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, পৌর কাউন্সিলর রাজ বিহারী দাশ, জেলা সৎসঙ্গ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি রাখাল পাল, সাধারণ সম্পাদক ডাঃ চন্দন কান্তি দাশ, সাবেক পৌর কাউন্সিলর উদয় শংকর পাল মিঠু। স্বাগত বক্তব্যে রাখেন তাল নবমী উৎসব উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক মাষ্টার শিমুল পাল।