বার্তা পরিবেশক :

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক গত ২৯ আগষ্ট তারিখে ঘোষিত মার্ষ্টাস চুড়ান্ত পর্ব পরীক্ষার ফলাফলে কক্সবাজার সিটি কলেজ অভাবনীয় ফলাফল অর্জন করে কক্সবাজার জেলার মুখ উজ্জ্বল করেছে। ঘোষিত ফলাফলের কক্সবাজার সিটি কলেজ হতে মোট ৬২ জন প্রথম শ্রেণী অর্জন করেছে, তন্মধ্যে বাংলা, দর্শন,  ইতিহাস ও ইসলামী ষ্টাডিজ বিভাগে সকল প্রথম শ্রেণী পেয়ে শতভাগ পাশ করেছে। অন্যান্য বিভাগের মধ্যে ব্যবস্থাপনায় ১৯ জন, রাষ্ট্রবিজ্ঞানে ১৬জন, সমাজ বিজ্ঞানে ৫ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১৪ জন, হিসাব বিজ্ঞানে ১ জন ও অর্থনীতিতে ১ জন করে প্রথম শ্রেণী অর্জন করেছে।

কলেজ অধ্যক্ষ ক্য থিং অং জানান , কলেজের শিক্ষার সার্বিক পরিবেশ, শিক্ষকদের পাঠদানের আন্তরিকতা এবং শিক্ষার্থীদের একাগ্রতা এধরনের ভাল ফলাফল অর্জনের ভূমিকা রেখেছে।