মোহাম্মদ শফিক:

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অমানবিক নির্যাতনে গত শিকার হয়ে ১সপ্তাহে প্রায় ১৮হাজার নির্যাতিত রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বুধবার সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আই্ওএম’র হেড অব সাব অফিস সংযুক্তা সাহানি।

দুপুরে আইওএম কক্সবাজার সাব অফিসে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে সংযুক্তাসাহিনি আরো বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নির্যাতন ধমন পীড়ন সহ্য করতে না পেরে এসব নির্যাতিত মুসলমানেরা বাংলাদেশে আশ্রয় নেয়। দু-দেশের শূণ্য রেখায় হাজার হাজার রোহিঙ্গা মুসলমান মানবেতর জীবন কাটাচ্ছে। এসব মানুষের জীবন বাঁচানো এখন খুবই প্রয়োজন হয়ে পড়েছে।

তিনি আরো বলেন, এসমস্যা এখন আর বাংলাদেশ মিয়ানমারের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন আন্তর্জাতিক সমস্যা হয়ে দাড়িয়েছে। তাই এসমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে এবং ইতিমধ্যেই আন্তর্জাতিক সম্প্রদায় উদ্যোগও নিচ্ছে।