হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :

টেকনাফ উপজেলার মাধ্যমিক স্তরের ২০টি শিক্ষা প্রতিষ্টানে (স্কুল ও মাদ্রাসা) ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্টানগুলোর মধ্যে ৬টি মাদ্রাসা এবং ১৪টি স্কুল। সোমবার ২৮ আগস্ট দুপুরে টেকনাফ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ ক্রীড়া সামগ্রীগুলো বিতরণ করেন। ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিল ১টি করে ফুটবল, ভলিবল ও ভলিবল নেট। ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুল আবসার, উপজেলা পরিষদের সিএ ছৈয়দ হোসেন মামুন, বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্টানগুলোর শিক্ষকগণ এসময় উপস্থিত ছিলেন।

জানা যায় ২০১৬-২০১৭ অর্থবছরের টেকনাফ উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসুচীর (এডিপি) অর্থায়ণে ২ লক্ষ টাকা ব্যয়ে মাধ্যমিক স্তরের ২০টি শিক্ষা প্রতিষ্টানে ক্রীড়া সামগ্রী দেয়া হয়েছে। বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্টানগুলো হচ্ছে টেকনাফ পাইলট হাইস্কুল, শাহপরীরদ্বীপ হাজী বশির আহমদ হাইস্কুল, নয়াপাড়া হাজী নবী হোসেন হাইস্কুল, হ্নীলা হাইস্কুল, হ্নীলা গার্লস হাইস্কুল, নয়াবাজার হাইস্কুল, শামলাপুর হাইস্কুল, মারিশবনিয়া এসইএসডিপি হাইস্কুল, সেন্টমার্টিনদ্বীপ বিএন ইসলামিক হাইস্কুল, কাঞ্জরপাড়া হাইস্কুল, লম্বরী মলকাবানু হাইস্কুল, সাবরাং হাইস্কুল, বিজিবি-পাবলিক হাইস্কুল, নাইক্যংখালী জুনিয়র হাইস্কুল, হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, শীলখালী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসা, হ্নীলা মৌলভীবাজার জমিরিয়া দারুল কুরআন আলিম মাদ্রাসা, মহেশখালীয়াপাড়া বাহারুল উলুম দাখিল মাদ্রাসা, কাটাখালী রওজতুন্নবী (সাঃ) দাখিল মাদ্রাসা।