জন স্নোফেসবুক-কে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন খ্যাতিমান ব্রিটিশ সাংবাদিক জন স্নো। সম্প্রতি এডিনবার্গে অনুষ্ঠিত একটি বার্ষিক টিভি ফ্যাস্টিভালে এমন কথা বলেন তিনি। স্নো ১৯৮৯ সাল থেকে চ্যানেল ফোর নিউজের উপস্থাপক হিসেবে কাজ করে আসছেন।
ফ্যাস্টিভালে ৫০ মিনিটের বক্তৃতায় প্রবীণ এ সাংবাদিক বলেন, ‘ভুয়া সংবাদ ছড়ানো প্রতিরোধ করতে ফেসবুক-কে আরও কার্যকরী ভূমিকা পালন করতে হবে।’ এছাড়া প্রকৃত সাংবাদিকতাকে আরও উন্নত স্তরে নিয়ে যেতে উদ্যোগী হতে হবে প্রতিষ্ঠানটিকে। ভুয়া সংবাদ ছড়ানোর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ফেসবুক গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।’
বর্তমানে ফেসবুকের মাধ্যমে অনেক ভুয়া সংবাদ ছড়িয়ে পড়ছে। ফলে বিশ্বের বিভিন্ন দেশে দেখা দিচ্ছে অস্থিরতা। আর এসব অস্থিরতা ঠেকাতে হিমশিম খাচ্ছে দেশগুলোর কর্তৃপক্ষ। ফলে সমাজে ক্যান্সার ঘটানো ভুয়া নিউজ প্রতিরোধে ফেসবুক কর্তৃপক্ষকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।
ফেসবুকের সমালোচনা করে স্নো আরও বলেন, ‘সামাজিক এ যোগাযোগ মাধ্যমটি যেকোনও সংবাদকে চ্যালেঞ্জ না করেই তা সবার মধ্যে ছড়িয়ে দেয়। যা মোটেও করা উচিত নয়। প্রতিষ্ঠানটিকে এখনই এসব নিয়ে ভাবতে হবে। এটা আমাদের গণতন্ত্রের জন্য অপরিহার্য।’
এদিকে জন স্নো-এর সমালোচনার জবাবে ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, ‘ভুয়া সংবাদ প্রতিরোধে আমরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি প্রকৃত সাংবাদিকতাকে সহযোগিতার লক্ষ্যে এবং আরও ওপরের স্তরে নিয়ে যেতে নানা কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে।’
সূত্র : বিবিসি নিউজ