আব্দুর রশিদ, বাইশারী :
বাঁচাও মসজিদ, বাঁচাও কবর স্থান, বাঁচাও গ্রাম, বাঁচাও শিশুর জীবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজার জেলাধীন রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে ৩নং ওয়ার্ড থোয়াঙ্গাকাটা বাজারে এক বিশাল মানব বন্ধনের আয়োজন করা হয়েছে।
শুক্রবার বিকাল ৩টার সময় এই মানব বন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন স্থানীয় সর্বস্তরের জনসাধারণ। মোঃ ইসলমাইলের পরিচালনায় উক্ত মানব বন্ধনে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য আবু তাহের। এতে বক্তব্য রাখেন পল্লী ডাক্তার আবুল কালাম, জিন্নাত আলী, হাজী ওমর আলী, আব্দুল লতিফ, নুরুল আজিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। বক্তব্যে তারা বলেন, সম্প্রতি বড় গর্জাই খালের উপর ঘোষিত রাবার ড্যাম নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান পরিবর্তন করে দক্ষিণ থোয়াঙ্গাকাটায় স্থাপনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি মহল। যদি দক্ষিণ থোয়াঙ্গাকাটায় রাবার ড্যাম স্থাপন/নির্মাণ করা হয় তাহলে গ্রামের শত শত বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান সহ রাস্তাঘাট পানিতে তলিয়ে যাবে। অবিলম্বে পূর্বের জায়গায় রাবার ড্যাম স্থাপনের জন্য দাবি জানান। মানব বন্ধনে তারা আরো বলেন, তাদের দাবি মেনে নেওয়া না হলে প্রয়োজনে আরো কঠিন কর্মসূচী ঘোষনা দিবেন।
উক্ত মানব বন্ধনে এলাকার আবাল বৃদ্ধা থেকে শুরু করে গ্রামের সর্বশ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন।