সরকারের সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিএনপি কোথাও নেই। আগামী জাতীয় নির্বাচন এ সরকারের অধীনে করব। রাজধানীর একটি হোটেলে বৃহস্পতিবার জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত সাবেক স্বাস্থ্য সচিব এম এম নিয়াজউদ্দিনের জাতীয় পার্টিতে জোগদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এরশাদ বলেন, সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায়। আমাদের সময় এতো খুন, গুম, ধর্ষণ হয়নি। এখন প্রতিদিন ধর্ষণ হচ্ছে। আর বিএনপি মাঠে নেই, তারা শুধু বক্তৃতা দেয়। তাই জনগণ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।

তিনি বলেন, ত্রাণের নামে প্রহসন চলছে। ১৯৮৮ সালের বন্যার সময় আমরাও ত্রাণ দিয়েছি। এখন মাত্র কয়েক কেজি ত্রাণ দেওয়া হয়, কিন্তু কোথায় রান্না করবে তার ব্যবস্থা করে না।

সাবেক এ রাষ্ট্রপতি তার সময়ের কথা উল্লেখ করে বলেন, যমুনা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন আমরা করেছি। ১৯৮৮ সালের ১ ফেব্রুয়ারি যা রেকর্ডে রয়েছে। সে সময় বিশ্ব ব্যাংক টাকা দিতে চায়নি। নিজেদের অর্থে ব্রিজ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু পরে আমার ক্ষমতা চলে যায়। তিনি আরো বলেন, ঢাকায় আমাদের উন্নয়নের পরে শুধু ২টি ফ্লাইওভার করা হয়েছে। এখন তো ঢাকা বসবাসের অযোগ্য।

এরশাদ বলেন, চ্যালেঞ্জ গ্রহণ করে ক্ষমতা ছেড়েছিলাম। সৈনিক ছিলাম এ জন্য রাজনীতির মার বুঝি নাই। ক্ষমতা ছাড়ার পর বিএনপি অনেক অত্যাচার করেছে। এমন হবে বুঝলে ক্ষমতা ছাড়তাম না।

দেশে ১৯৮৮ সালের চেয়েও ভয়াবহ বন্যা হয়েছে উল্লেখ করে বিরোধী দলীয় নেত্রী ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেন, ’৮৮ সালের বন্যায় আমরা কাজ করেছি। এবারের বন্যায় কাজ করছে সরকার। তবে আমাদের কথা এখন মানুষ মনে রেখেছে। আমাদের মত কাজ কেউ করতে পারে নাই।