হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:
টেকনাফের কেরুনতলী খাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী ১ লক্ষ টাকা মুল্যের ২০০ ক্যান আন্দমান গোল্ড বিয়ার জব্দ করেছে। তবে মাদক চোরাচালানীরা রাতের আঁধারে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। জব্দকৃত বিয়ার যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী চট্রগ্রাম পূর্ব জোনের গণসংযোগ কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন শেখ ফখরউদ্দিন ২২ আগস্ট দুপুরে জানান “২১ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ সিজি স্টেশন টেকনাফ এর একটি টহল দল স্টেশন কমান্ডর লেঃ কমান্ডার জাফর ঈমাম সজিবের নেতৃত্বে টেকনাফ কেরুনতলী খাল নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন তথ্যনুযায়ী খালের পাশ দিয়ে দুইজন লোককে দু’টি বস্তা কাধে নিয়ে যেতে দেখে সন্দেহ হলে তাদেরকে থামতে বললে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন কোস্টগার্ড সদস্যরা বোট নিয়ে খালের কিনারায় এসে তাদেরকে তাড়া করেন। এক পর্যায়ে অবস্থা বেগতিক দেখে লোক দু’টি কাধের বস্তা দ’ুটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তা দু’টি তল্লাশী করে ২০০ ক্যান আন্দমান গোল্ড বিয়ার জব্দ করা হয়। জব্দকৃত বিয়ারের আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ টাকা। জব্দকৃত বিয়ার যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে”।