সেলিম উদ্দিন, ঈদগাঁও:
কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন ইসলামপুর নাপিতখালী বনবিট এলাকায় ৭টি অবৈধ বসতঘর উচ্ছেদ ও ১একর জায়গা দখলমুক্ত করেছে বনবিভাগ। এসময় জদ্ব করা হয়েছে টিন,পলিথিন ও গাছের খুঁটি। তবে এতে কেউ আটক হয়নি। মঙলবার (২২ আগষ্ট) দুপুর দেড়টার সময় নাপিতখালী বনবিট এলাকার ২০০১ সনের সামাজিক বনায়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্বদেন কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: আবদুর রাজ্জাক। অভিযানে ফুলছড়ি বনবিট কর্মকর্তা হাবিবুর রহমান, নাপিতখালী বনবিট কর্মকর্তা আজমল হোসেন মন্ডল, মেদাকচ্ছপিয়া বনবিট কর্মকর্তা সৈয়দ আবু জাকারিয়া, সংশ্লিষ্ট বিটের বন প্রহরী, হেডম্যান,সিপিজি, ভিলেজাররা সার্বিক সহযোগিতা করেন।

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা মো: আবদুর রাজ্জাক উচ্ছেদ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ২০০১ সনের সামাজিক বনায়ন এলাকা থেকে অবৈধ ৭টি বসতঘর উচ্ছেদ ও ১ একর জায়গা দখলমুক্ত করা হয়েছে। এছাড়া জবর দখলকারীদের বিরুদ্বে বন মামলার প্রস্তুতি চলছে। উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।