সংবাদদাতা:

কক্সবাজারের ইসলামি সংগীত চর্চার অনন্য প্রতিষ্ঠান সৈকত কালচারাল একাডেমি আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো সাংস্কৃতিক উৎসব ও কনসার্ট।

জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে্ সংস্কৃতির মাধ্যমে দেশপ্রেম জাগ্রত করার প্রত্যয়ে গেলো শুক্রবার (১৮ আগষ্ট) বিকালে রামুর দক্ষিণ মিঠাছড়িস্থ ডিভাইন পার্কে এ উৎসব ও কনসার্ট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিখ্যাত সংগীত গুরু, গীতিকার ও সুরকার চৌধুরি গোলাম মাওলা, সাইমুমের শিল্পী সোহাইল মাহমুদ, নিরুপম, অংগীকার, প্রবাল ও অনির্বান সাাহিত্য ও সাংস্কৃতিক সংসদ।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন সৈকত কালচারাল একাডেমির প্রধান পরিচালক জয়নাল আবেদিন।

উপস্থাপনা করেন সহকারী পরিচালক শামশুল আলম শ্রাবণ।

অনুষ্ঠানে শেষান্তে সমন্বিত ভাবে সংগীত পরিবেশিত হয়।