মিছবাহ উদ্দীন, ঈদগাঁও
কক্সবাজার সদরের ঈদগাঁওতে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী প্রতিনিধিদের নিয়ে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে ৩দিন ব্যাপী জীবন দক্ষতা শীর্ষক প্রশিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
১৯ আগষ্ট শুরু হওয়া প্রশিক্ষণটি ২১ আগষ্ট বিকালে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় কনফারেন্স রুমে সমাপ্ত হয়।
সমাপনী দিনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত, ইপসার ফিল্ড অফিসার অলকা অধিকারী, ফিল্ড ফ্যাসিলেটর মোঃ ইউছুপ, জিটু বড়ুয়া, মানবাধিকার ও সংবাদকর্মী মিছবাহ উদ্দীন।
অতিথিরা বলেন, উগ্রবাদ, সহিংসতা প্রতিরোধে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। এ প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি এলাকা ও ছাত্রছাত্রীদের মাঝে ছড়িয়ে দিতে হবে। তাছাড়াও ছাত্রছাত্রীদের ভবিষ্যত গঠনের অধ্যবসায়ের কোন বিকল্প নেই। নৈতিকতার মাধ্যমেই সমাজে ছাত্রদের এগিয়ে আসতে হবে। তাহলে শুধু উগ্রবাদ সহিংসতা নয়, সমাজের প্রত্যেকটা অপকর্ম রুখে দেওয়া সম্ভব হবে। তাই উগ্রবাদ সহিংসতা প্রতিরোধে ইপসা কর্তৃক এ প্রশিক্ষণ প্রশংসার দাবিদার বলে মনে করে অতিথিরা। পরিশেষে প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে সহযোগিতা করার আহবান জানান।
জেলার প্রতিটি ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে জনগণের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যত প্রজন্মের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল প্রতিষ্ঠানেও এ কার্যক্রম শুরু হয়। এভাবে জেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে।
ঈদগাঁওর ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ২৫ জন ছাত্রছাত্রীদের নিয়ে জিসিইআরএফ এর সহযোগিতায় ইপসা প্রশিক্ষনটি শুরু করে। প্রতিনিয়ত বাংলাদেশের সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে সবসময় বিভিন্ন ধরণের কর্মসূচীর আয়োজন করে ইপসা।
দেশে যখন উগ্রবাদ, সহিংসতা ইত্যাদি বেড়ে চলছিল ঠিক তখনই তা প্রতিরোধ প্রকল্পে গ্রামগঞ্জ থেকে ইউনিয়ন, উপজেলা পর্যন্ত বিভিন্ন ধরণের প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করে। তার অংশ হিসাবে ঈদগাঁওর ৬ ইউনিয়নে ইতিমধ্যে “জীবন দক্ষতা” শীর্ষক প্রশিক্ষক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। এখন ঈদগাঁওর শিক্ষা প্রতিষ্ঠানেই এ কার্যক্রম চলবে বলে জানান ফিল্ড অফিসার অলকা অধিকারী।