সিবিএন: ২৫০ শয্যা বিশিষ্ট কক্সবাজার জেলা সদর হাসপাতালে  সর্টিং ডে পালিত হয়েছে। দিনটি উপলক্ষে সোমবার (২১ আগষ্ট) সকালে বিভিন্ন প্রকার ওষুধ, যন্ত্রপাতি ও আসবাবপত্র হাসপাতাল আঙ্গনে এনে যাচাই বাছাই করা হয়। শেষে নষ্ট জিনিসপত্র আগুনে পুড়িয়ে ধংস করা হয়। এছাড়া স্টর্মিং কমিটির সভাপতি ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার পু চ নুর নেতৃত্বে সংস্কারযোগ্য আসবাবপত্র সংস্কারের জন্য তালিকা করা হয়। নিলামযোগ্য মালামালগুলো নির্ধারিত তারিখে উম্মুক্ত নিলামের সিদ্ধান্ত হয়। এ সময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও স্টর্মিং কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার  মোহাম্মদ শাহীন আবদুর রহমান চৌধুরীসহ কমিটির সংশ্লিষ্ট ৩ জন সদস্য উপস্থিত ছিলেন।