চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় রোববার (২০ আগস্ট) পর্যন্ত মোট ৮৮ হাজার ৩৩১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৩৭০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮৪ হাজার ৯৬১ জন রয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৩৩টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৩৫টিসহ মোট ২৬৮টি হজ ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছেছেন। বর্তমানে তারা মক্কা ও মদিনায় অবস্থান করছেন। মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।

চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে সৌদি আরব যাবেন।

এদিকে রোববার হজ প্রশাসনিক দলের আজকের সমন্বয় সভায় হজযাত্রীদের বাড়ি পরিদর্শন, মেডিকেল ক্লিনিক ব্যবস্থাপনাসহ আইটি হেল্প ডেস্কের কার্যক্রম পর্যালোচনা করা হয়েছে। সভায় হজ প্রশাসনিক দলের দলনেতা এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়েজ আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে মক্কাস্থ কাউন্সিলর (হজ), কনসাল (হজ), মৌসুমী হজ অফিসার সহ-প্রশাসনিক দলের সদস্যবৃন্দ, চিকিৎসক এবং আইটি দলের দলনেতারা উপস্থিত ছিলেন।